photo

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় টিকে আছে পুরাকীর্তির পাথরের মন্দির


স্টাফ রিপোর্টার: মুক্তাগাছায় পুরাকীর্তির ইট -সুরকির গাঁধুনির বহু স্থাপনা লক্ষ টুকরোয় ভেঙ্গে গেলেও টিকে আছে পাথরের তৈরি শিব মন্দির । মুক্তাগাছা শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে জমিদারদের স্থাপিত পাথরের মন্দিরটি পর্যটকদের দৃষ্টি কাড়ে । জানা যায় , ভারতের পাটনার বাসিন্দা প্রখ্যাত স্থাপত্য শিল্পী ময়েজ উদ্দিন বাংলা ১২শ’৭০ সালে দেয়ালের নকশা , গম্বুজের লতাপাতা, খিলানের কাজ করে তৈরির মাধ্যমে গড়ে তুলেন দৃষ্টিনন্দন এই মন্দিরটি । মুক্তাগাছার রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী মন্দির নির্মানার্থে ময়েজ উদ্দিনকে প্রচুর উপঢৌকন প্রদান করেন । সরকারের প্রতœতত্ব বিভাগের দৃষ্টি আকর্ষন এলাকাবাসী জানান, যে কোন নির্মাণ শৈলিই যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা না হলে শক্ত পাথড়ের ভিতও দুর্বল হয়ে পড়ে । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা( ময়মনসিংহ) : পাথরের মন্দির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন