
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় আসন্ন ২৮ মে ইউপি নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সদস্য সচিব চেয়ারম্যান হিসাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা মার্কা প্রতিক নিয়ে অংশ নিয়েছেন । এ ঘটনায় জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে । জানা যায়, মুক্তাগাছা শাখা জাতীয় পার্টির পক্ষ থেকে ১০ টি ইউনিয়নের সকল ইউপিতে চেয়ারম্যান হিসাবে প্রার্থী নির্বাচন করে । আজ শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয় । ৪নং কুমারগাতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান অতুন স্বতন্ত্র হিসাবে চশমা মার্কা প্রতিক চাইলে নির্বাচন অফিস তাকে ঐ মার্কা প্রদান করেন । আনিছুর রহমান অতুন মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সদস্য সচিব । উপজেলা নির্বাচন অফিস জানায়, আওয়ামীলীগ প্রার্থীদের নৌকা , বিএনপি ধানের শীষ এবং জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীদের লাঙ্গল প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে । এব্যাপারে জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান জাতীয় পার্টির নেতা শামছুদ্দিন মাষ্টার জানান, পার্টির সদস্য সচিব নির্বাচিত হোক এই প্রত্যাশা । মার্কার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন । এদিকে প্রার্থী আনিছুর রহমানের সহোদর ছোট ভাই আসাদুল হক তার ফেসবুক ওয়ালে চশমা প্রতিক সম্বলিত পোস্টার পোস্ট দিয়েছেন । প্রার্থী আনিছুর রহমান অতুন জানান, গত ২টি নির্বাচনে আমি চশমা মার্কা নিয়ে নির্বাচন করেছি । একবার নির্বাচিত হয়ে স্বর্ণপদকপ্রাপ্ত হই ।
মুক্তাগাছঅ (ময়মনসিংহ) : জাতীয় পার্টির সদস্য সচিবের মার্কা চশমা , প্রার্থীর ছোট ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন