photo

বুধবার, ২৯ জুন, ২০১৬

মুক্তাগাছায় মাদকসেবীর কারাদন্ড


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এ রায় ঘোষণা দেন । ময়মনসিংহের মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার সাত নম্বর ঘোগা ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক সেবনকারী গোলাম রসুলকে (৩০), পিতা-মৃত মহর আলী, সাং-ঘোগা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা, ময়মনসিংহ এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : মাদকসেবীর কারাদন্ড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন