পৃষ্ঠাসমূহ

ময়মনসিংহে নিউজ


মুক্তিযোদ্ধাদের তালিকা সংবলিত বাংলাদেশ গেজেটে মুক্তাগাছায় ছয় বছরের শিশু ও চিহ্নিত রাজাকারের নাম অন্তর্ভুক্ত স্টাফ রিপোর্টার॥ মুক্তিযোদ্ধাদের তালিকা সংবলিত বাংলাদেশ গেজেটে মুক্তাগাছায় ছয় বছরের শিশু ও চিহ্নিত রাজাকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিপরীতে মুক্তিযুদ্ধের অনেক সংগঠক ও ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম এই গেজেটে অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করা হচ্ছে। তদন্ত ও যাচাই-বাছাইসহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করে স্বাধীনতা বিরোধী অমুক্তিযোদ্ধাদের নাম গেজেট থেকে বাদ দেয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে লিখিত দাবি জানিয়েছেন মুক্তাগাছার স্থানীয় মুক্তিযোদ্ধা চৌধুরী আতা ইলাহী। গত ৩১ অক্টোবর মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তিনি এই আবেদন জানান। জানা গেছে, গত বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে প্রকাশিত এই গেজেটের ১১১৮ নম্বর ক্রমিকে মুক্তাগাছা উপজেলার ঘোঘা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আফসর আলীর পুত্র ইউসুফ আলীর নাম মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউসুফ আলীর এসএসসি সনদপত্রে জন্ম তারিখ লেখা রয়েছে ৬ আগস্ট ১৯৬৪। এই হিসেবে একাত্তরে মুক্তিযুদ্ধে তার বয়স ছিল মাত্র ছয় বছর। লিখিত অভিযোগে বলা হয়, একাত্তরে স্বাধীনতাবিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার পরও গেজেটের ১০৫০ নম্বর ক্রমিকে মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামের মৃত মালে ফরাজীর পুত্র আবুল ফরাজী ও ১০৫১ নম্বর ক্রমিকে একই গ্রামের মৃত মোদক শেখ এর পুত্র আব্দুল গফুর এবং ৪৪১১ নম্বর ক্রমিকের চর লাঙ্গুলিয়া গ্রামের জৈমত শেখের পুত্র আব্দুল শেখকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক ও ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মৌলভী ইয়াকুব আলী, মরহুম এ্যাডভোকেট শামছুল হক, আবু তাহের সরকার ছানা মিয়া, প্রয়াত শিশির কুমার রক্ষিত, বছির উদ্দিন, হাবিবুর রহমান লল, মরহুম শরাফ আল আজাদ, ইদ্রিস আলী সরকার, এমএ বারী, আবু সাঈদ, শমশের আলী, মরহুম আব্দুল হক ও নূর মাহমুদসহ অনেক মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। গণপরিষদের সাবেক সদস্য ও মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ এসব নিয়ে বিস্ময় প্রকাশ করে জানান, এটি দুঃখজনক। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রব আক্ষেপ করে জানান, কেবল রাজাকারই নয়, বিএনপি-জামায়াত জোট সরকার মেয়াদে অসংখ্য স্বাধীনতাবিরোধী ও তাদের পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে। এ সময় বাদ পড়েছেন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তাগাছার স্থানীয় সংসদ সদস্য কেএম খালিদ বাবু তদন্ত ও যাচাই-বাছাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ পত্র দিয়েছেন। "text-align: left;" trbidi="on">

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন