photo

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

মুক্তাগাছায় ৯৫নং কেন্দ্রীয় পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ সংকট


মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা , মুক্তাগাছা শহরের উপকন্ঠে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ৯৫নং কেন্দ্রীয় পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ সংকটের কারণে ছাত্র - ছাত্রী ও শিক্ষকদের পাঠদান ও পাঠ গ্রহন মারাতœকভাবে ব্যাহত হচ্ছে । স্থান সংকটের কারণে বিকল্প হিসাবে ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত জরাজীর্ণ একটি ঘরে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র শিক্ষকরা বাধ্য হয়েই বিদ্যা অর্জন ও বিদ্যাদান করছেন। জানা যায় , স্কুলের ছাত্র -ছাত্রীর সংখ্যা ৬শ’৫৫জন । শিক্ষক সংখ্যা ১৩ জন । স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ব্যবহৃত ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় কর্তৃপক্ষ গুরুত্ব বিবেচনা করে পাশ্ববর্তী স্কুলের নিজস্ব জমিতে ১৯৮৭ সালে একটি দ্বিতল ভবন নির্মাণ করে । বর্তমানে এই দ্বিতল ভবনে ৩য় থেকে ৫ম শ্রেনীর ৪২০ জন ছাত্র - ছাত্রী পড়াশুনা করছে । ১ম ও ২য় শ্রেনীর বাকী ২শ’৩৫জন ছাত্র - ছাত্রী স্থান সংকটের কারণে পুরনো ঐ জরজীর্ন ঘরে পাঠ গ্রহন করতে বাধ্য হচ্ছে । সরেজমিনে দেখা যায়, ঘরের জানালা নেই , কাঠের ফ্রেম , সিলিং পচে গেছে । টিনের চাল ও স্কুগুলি জংধরে খয়ে পড়ছে । বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে । স্কুলের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস জানান , বিষয়টির সমাধান চেয়ে ২০১১ সাল থেকে উপজেলা শিক্ষা কমিটির সভায় ২বার প্রস্তাবনা পেশ করা হয়েছে । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান জানান, স্কুল ঘরের সংস্কার ও বি-িং সম্প্রসারণের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানানো হয়েছে । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিং) : ৯৫নং কেন্দ্রীয় পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ঘরে চলছে পাঠদান ও গ্রহন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন