photo

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

muktagacha news


মুক্তাগাছায় ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ... www.banglarmookh.com/?p=14371‎ ১৩ সেপ্টেম্বর, ২০১২ - ময়মনসিংহের মুক্তাগাছায় বেসরকারি শিক্ষকদের ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে মুক্তাগাছায় উপজেলা শিক্ষক-কর্মচারী আন্দোলন সমন্বয় ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে পালিত হয়েছে। শহরের আর কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অধ্যাপক ... মুক্তাগাছায় স্বামী শ্বাশুরীর হাতে গৃহবধূ খুন - BNB News www.dailybnbnews.com/16982‎ ৩ নভেম্বর, ২০১৩ - মুক্তাগাছায় বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে অস্বীকৃতি জানানোয় স্বামী ও শ্বাশুরী ও পরিবারের লোকজন মিলে দু'শিশু সন্তানের সামনে নির্মম ভাবে নির্যাতন করে এক গৃহবধূকে হত্যা করেছে। হত্যার পর ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরে লাশ ফেলে বাড়ী ছেড়ে পালিয়েছে। পাষন্ড স্বামী ও ... দেশেরপত্র | মুক্তাগাছায় মাদক ব্যবসায় রমরমা ঘোষবাড়ী এলাকা desherpatro.com/2013/05/13/মুক্তাগাছায়-মাদক-ব্যবসা/‎ ১৩ মে, ২০১৩ - মুক্তাগাছায় মাদক ব্যবসায় রমরমা ঘোষবাড়ী এলাকা. সোমবার, মে 13, 2013, 15:43; দেশজুড়ে; মন্তব্য যোগ করুন. মো: রফিক ভুঁইয়া, মুক্তাগাছা, ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন এর অন্তর্গত ঘোষবাড়ীতে চলছে দীর্ঘদিন যাবত হেরোইন এর মাদক ব্যবসা। সরেজমিনে জানা যায়, বর্তমানে পুরো এলাকা জুড়ে লক্ষ থেকে ... মুক্তাগাছায় কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত : আহত ৪ | SHOHOR O ... shohorgram.com/2013/05/04/মুক্তাগাছায়-কালবৈশাখী-ঝ/‎ ৪ মে, ২০১৩ - মুক্তাগাছায় কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত : আহত ৪. ময়মনসিংহ : শনিবার রাতে মুক্তাগাছার কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মুক্তাগাছায় পিঁপড়ার ডিমের হাট | কিশোরগঞ্জ ডট কম - আমাদের কিশোরগঞ্জ www.kishorgonj.com/?p=2627‎ ময়মনসিংহের মুক্তাগাছার খাল-বিল এবং জলা-জমি এখন বর্ষার পানিতে টইটম্বুর হয়ে আছে। আর নতুন পানি পেয়ে মাছেরাও চঞ্চল ঘোরাফেরা করছে। সুযোগ বুঝে মৎস্য শিকারিরা বড়শি হাতে ছুটে যাচ্ছে ওই সব মুক্ত জলাশয়ের বাইরেও টিকিটের বিনিময়ে কোনো কোনো পুকুরে। তারা পানিতে ছিপ ফেলবার আগে সাধারণত বড়শিতে গেঁথে দিচ্ছে মাছের অত্যন্ত পছন্দের ... মুক্তাগাছায় চাষ হচ্ছে আলু বোখারা | environmentmove.com environmentmove.com/?p=5701‎ ১৯ জুলাই, ২০১৩ - ময়মনসিংহের মুক্তাগাছায় চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের অভিজাত মশলা জাতীয় ইরানী ফল আলু বোখারার। স্থানীয় রাজঘাট পাড় এলাকায় ভিন্ন জাতের ফল বাগানের গাছে অসংখ্য আলু বোখারা ফল শোভা পাচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে অভিজাত খাবারের মশলা হিসেবে এই আলু বোখারার বেশ কদর রয়েছে। পোলাও, বিরিয়ানি, রোস্ট, বোরহানী, ... মুক্তাগাছায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ২,আহত ১০, আটক ৭ - DailyTimes24.com www.dailytimes24.com/index.php?...মুক্তাগাছায়...‎ ২৪ মার্চ, ২০১৩ - ময়মনসিংহ,২৪ মার্চ, (ডেইলি টাইমস ২৪ ডটকম) :: ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আব্দুর রহিম ও লুৎফর রহমান নামের দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের কামারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুইজন স্থানীয় ইমান আলীর ছেলে। এ ঘটনায় ... মুক্তাগাছায় ৫ বিএনপি নেতার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা | district ... www.sheershanews.com/2013/11/03/10357‎ ৩ নভেম্বর, ২০১৩ - শীর্ষ নিউজ ডটকম, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বোমা তৈরির সরঞ্জামসহ বিএনপি ৫ নেতাকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। রোববার দুপুরে. মুক্তাগাছায় শিবমূর্তি উদ্ধার দাবিতে কর্মসূচি - Alokito Bangladesh www.alokitobangladesh.com/desh/2013/09/25/24833‎ ২৫ সেপ্টেম্বর, ২০১৩ - জেলার মুক্তাগাছায় চুরি যাওয়া শিবমূর্তি উদ্ধার দাবিতে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি মন্দিরে এক সংবাদ সম্মেলনে রাজপথ অবরোধসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে মুক্তাগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ। পূজা উদযাপন পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ ... মুক্তাগাছায় চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের অভিজাত মশলা আলু বোখারা www.shomoybd.com/detailsnews.php?nssl...nttl=19072013520‎ ১৯ জুলাই, ২০১৩ - মুক্তাগাছা(ময়মনসিংহ): ময়মনসিংহের মুক্তাগাছায় চাষ হচ্ছে মধ্যপ্রাচ্যের অভিজাত মশলা জাতীয় ইরানী ফল আলু বোখারার। স্থানীয় রাজঘাট পাড় এলাকায় ভিন্ন জাতের ফল বাগানের গাছে অসংখ্য আলু বোখারা ফল শোভা পাচ্ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে অভিজাত খাবারের মশলা হিসেবে এই আলু বোখারার বেশ কদর রয়েছে। পোলাও ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন