photo

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় গ্যাস সংযোগ না পেয়ে ডিজেল পেট্রোল বিক্রি করছে সিএনজি পাম্প


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা পৌর এলাকার উপজেলা গেইট সংলগ্ন স্থানে অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা রেখে নবাব সিএনজি স্টেশন প্রতিষ্ঠিত হলেও গত চার বছরে গ্যাসের সংযোগ না পেয়ে অবশেষে ৩ মাম যাবৎ কর্তৃপক্ষ বিক্রি করছে ডিজেল পেট্রোল । এতে গ্যাস চালিত স্থানীয় যানবাহন মালিক শ্রমিকরা অর্থ দন্ডের পাশাপাশি নানান বিড়ম্বনার শিকার হচ্ছেন । নিরুপায় গ্যাস চালিত যানবাহনগুলি আপডাউনে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ময়মনসিংহ থেকে গ্যাস সংগ্রহ করতে বাধ্য হচ্ছে । নবাব সিএনজির সকল সুযোগ সুবিধা স্থাপন করার পরও সংযোগ পাচ্ছে না দেখে , নতুন বাজার গরু হাট সংলগ্ন অর্ধেক নির্মিত সিএনজি স্টেশনটি ১ বছর আগেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সিএনজি স্টেশন মালিকরা জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া পাওয়ার পর কোটি টাকা খরচ করে সিএনজি স্টেশন স্থাপন করা হয় । এব্যাপারে ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ডিজিএম (বিক্রয়) জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ সংযোগের অনুমতি না দিলে আমাদের কিছুই করার নেই । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রতিষ্ঠিত নবাব সিএনজি পাম্প

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন