
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অভিযান চালিয়ে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা থেকে ৩৫৭ পিস ইয়াবা উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে এক জনকে আটক করেছে ।
রবিবার অভিযান পরিচালিত হয় ।
এক প্রেস নোটে এপিবিএন কর্তৃপক্ষ জানায় , ১৭-৪-২০১৬ খ্রিঃ তারিখে মোঃ কাইয়ুম, পুলিশ পরিদর্শক (নিঃ), অপারেশন এন্ড ইন্টেলিজেন্স সেল, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহ এর নেতৃত্বে শেরপুর জেলার নকলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে নকলা থানাধীন রামপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নকলা থানার চন্দ্রকোণা বাজারে সিএনজি স্ট্যান্ড পশ্চিশ পার্শে রাস্তার উপর কতিপয় লোক ইয়াবা ক্রয় বিক্রি করছে ।
ঐ সংবাদের ভিত্তিতে বিকাল ১৭.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী মোস্তাক আনোয়ার রাকিব (৩৯), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-বানেশ্বর্দী, থানা-নকলা, জেলা-শেরপুরকে ইয়াবা ট্যাবলেট ৩৫৭ পিছসহ গ্রেফতার করে নকলা থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারেশেরপুর জেলার নকলা থানায় মামলা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন