
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের বাজেট প্রস্তুতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার উপজেলার দাওগাঁও ইউনয়নের সদাশিবাড়ি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ফারুক জেংচাম । কর্ম এলাকার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রাক-বাজেট প্রস্তুতি ও আলোচনা সভায় উপজেলার দাওগাও, কাশিমপুর, ঘোগা, দুল্লা, মানকোন, বাশাটী, খেরুয়াজানী, কুমারগাতা ইউনিয়ন এবং পৌরসভার সিবিও সদস্য, শিশু ফোরামের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক,বিদ্যালয়ব্যবস্থাপনাসদস্য, পল্লীচিকিৎসক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, স্থানীয়গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেফিরাজ দোলনকুবি, জনপল স্কু, পলাশ হিউবার্ট বিশ্বাস, আশুতোষ রেমা, তাপসী সাংমা, সজল গমেজ ও ডোনাল্ড দেবাষীস প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন