photo

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

মুক্তাগাছায় বর্ষবরণ নানা আয়োজন


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় নানা আয়োজনের মধ্য পালন করা হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৩। বৃহস্পতিবার সকাল নয়টায় এ উপলক্ষ্যে শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাববুবুল হাসানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । শোভাযাত্রায় বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যের তুলে ধরা হয়। এ ছাড়াও শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক-সাংস্কৃতি সংগঠনগুলো পৃথক পৃথক র‌্যালি বের করে। শহর ও গ্রামে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ১৪২৩ সালকে স্বাগত জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন