photo

রবিবার, ১০ এপ্রিল, ২০১৬

মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে । আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামী আব্দুল বারেককে (২৮) আদালতে সোপর্দ করা হয়েছে । মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই ) খাইরুল ইসলাম জানান, তারাটি মধ্যপাড়ার বাসিন্দা আব্দুস সালামের পুত্র আব্দুল বারেকের বিরুদ্ধে তার স্ত্রী সিলা বেগম বাদী হয়ে যৌতুক আইনে মামলা দায়ের করেন । ময়মনসিংহের সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল বারেককে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা , অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের আদেশ দেন । আদেশের পর থেকে তিনি পলাতক ছিলেন । গতকাল শনিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী বারেককে আজ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন