
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে । রবিবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন শহরের লক্ষীখোলার বাসিন্দা ইমরান (২৫) এবং হেলাল (৪০) । আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে । মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল রাতে শহরের লক্ষীখোলা কেন্দ্রীয় গোরস্থান রোডস্থ ৪ তলা বিশিষ্ট নাছিমা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া ব্যবসায়ী আনোয়ারের ফ্লাটে ঢুকে কয়েকজন দুষ্কৃতকারী স্বর্ণালংকার ও এলইডি ছিনতাই করে নিয়ে যায় । এব্যাপারে ৯ এপ্রিল আনোয়ার বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন । মামলা নং ৮ । তৎপ্রেক্ষিতে থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । এসময় গ্রেফতারকৃত হেলালের বাড়ি থেকে লুণ্ঠিত এলইডি টেলিভিশন উদ্ধার এবং ইমরানের নিকট থেকে ৫ পিস নেশার ইনজেকশন ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন