photo

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

মুক্তাগাছায় ইটভাটা মালিকের কারাদন্ড


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ও ৫ ধারার অপরাধে একই আইনের ধারা ১৪ ও ১৫ অনুয়ায়ী এক ইটভাটা মালিককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট । গতকাল মঙ্গলবার রাতে দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে(৪০) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবিদুর রহমান । অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি অপারেশন মো: আব্দুল কাইয়ুম জানান, ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মুক্তাগাছার সাত নম্বর ঘোগা ইউনিয়নের পারইতলা এলাকায় শরীফ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় । এসময় প্রতিষ্ঠানটির মালিক মো: রফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ও ৫ ধারার অপরাধে একই আইনের ধারা ১৪ ও ১৫ অনুয়ায়ী ১৫ (পনের) দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। রফিকুল ইসলামের নামে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন