photo

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

ময়মনসিংহে বানর বিড়ালের নিঃস্বার্থ ভালবাসা


মনোনেশ দাস : ময়মনসিংহ নগরের পন্ডিত বাড়ী রাস্তার সামনে একটি বানর ও বিড়াল ছানার মধ্যে চমৎকার ভালোবাসার দৃশ্য দেখা গেছে। বিড়ার ভালবাসা ফিরিয়ে দেয়, অনুগত হয়। নিয়ন্ত্রণকরা বিড়াল প্রেমে পড়েন।বেড়াল প্রখর ভাবে স্বাধীনচেতা। ভালবাসা নেবে কি না, সেটা স্রেফ তার মর্জি। তাই স্বাধীনচেতাদের বেড়াল বেশি পছন্দ। অন্যদিকে মানবকুলে বানরকে সবাই কম বেশি ভালোবাসে। তেমনি প্রাণিকুলের অন্যেরাও বানরদের অনেক ভালোবাসে। তাই এবার বিড়াল ছানাকে দত্তক নিল বানর। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে নগরের পন্ডিত বাড়ী রাস্তার সামনে জনৈক কাজল নামে এক ব্যক্তি তার মুঠোফোনের ক্যামেরায় বানর ও বিড়াল ছানার মধ্যে চমৎকার ভালোবাসার এই দৃশ্য ধারন করেন । বানর নিজের সন্তানের মতোই বিড়াল ছানাটিকে আদর-যত্ন, ভালোবাসায় আকড়ে ধরেছে । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে দৃশ্যটির পোস্ট দিয়েছেন মহানগর বিএনপির নেতা আবু ওয়াহাব আকন্দ । সেই সুবাদে বানর ও বিড়াল ছানার তাদের বন্ধুত্বের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। রাস্তায় বিড়াল ছানাটিকে কোলে নিয়ে হাঁটতে দেখা গেছে বানরটিকে। বানর ও বিড়াল ছানার বন্ধুত্বের চমৎকার সব ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সবার মনকে নাড়া দিয়েছে তাদের এই অসম বন্ধুত্ব ও ভালবাসা। প্রচুর জনপ্রিয়তা পেয়েছে তাদের ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন