photo

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

মুক্তাগাছায় সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান কে এম খালিদ এম পি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন মুক্তাগাছার এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, সুপ্রিয় মুক্তাগাছা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে ইতোমধ্যে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বাংলাদেশসহ সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। আমার প্রিয় মুক্তাগাছাও এর বাইরে নয়। ইতোমধ্যে মুক্তাগাছা উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প এলাকার একজন এপিবিএন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ভাইরাস যাতে মুক্তাগাছা উপজেলার অন্যান্য এলাকায় ছড়িয়ে যেতে না পারে সেজন্য এপিবিএন ক্যাম্প এরিয়া লকডাউন করা হয়েছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। সামাজিক দূরত্ব বজায় রেখে জনসমাগম পরিহারপূর্বক ঘরে অবস্থান- এ রোগের বিস্তার রোধের একমাত্র পন্থা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কেউ অযথা ঘরের বাইরে যাবেন না। সবাই ঘরে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন