photo

রবিবার, ৩ মে, ২০২০

মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর উপহার পোঁছে দিচ্ছে একদল তরুন


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা ভাইরাসের এই সংকটে ঝুঁকি নিয়ে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছে একদল তরুন । বিডি ক্লিন মুক্তাগাছা নামের একটি সংগঠনের ভলান্টিয়ার তারা। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা গ্রহনে অস্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। মুক্তাগাছায় বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত লক ডাউন ব্যবস্থায় সাময়িক কর্মহীন ব্যক্তিদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক একাজের জন্য আলাদাভাবে উপজেলা নির্বাহী অফিসারকে ২ মেট্রিকটন চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছেন। এই বরাদ্দ থেকে চাল এবং ডালের একটি প্যাকেজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আবেদনকারীদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। কন্ট্রোল রুম, সরাসরি, ৩৩৩ এবং অনলাইনে আবেদন গ্রহন করা হয় । ইউএনও জানান, যাদের এ ধরনের ত্রাণ সহায়তা গ্রহনের কোন প্রয়োজন নেই, তারা কল করেন বা বিভিন্ন প্রকারে ত্রাণ সহায়তা পাওয়ার অপচেষ্টা করেন যা খুবই দুঃখজনক। ইউএনও সুবর্ণা সরকার জানান, মুক্তাগাছার বিভিন্ন প্রান্তে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার জন্য প্রতিদিন হাসিমুখে কাজ করছে বিডি ক্লিনের একদল স্বেচ্ছাসেবী তরুন। বিডি ক্লিনের ভলান্টিয়াররা জানান, ইউএনও সুবর্ণা সরকারের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও ঝুঁকি নিয়ে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়ার কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছি আমরা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন