photo

বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

মুক্তাগাছায় নৌকার নিবেদিত প্রাণ বেলালী


 স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার উত্তর ৫নং ওয়ার্ডের পাড়াটঙ্গীর বাসিন্দা মোঃ হাবিবুল্লাহ বেলালী (৪২)। ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। পেশায় রাজমিস্ত্রীর সহকারী।

জাতীয় সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচন এলে সকাল থেকে রাত অবধি তাকে মাইকের বিকল্প  হিসাবে হেড়ে গলায় নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে প্রচার করতে দেখা যায়। বিনিময়ে প্রার্থীর নিকট থেকে কোন পারিশ্রমিক নেন না তিনি। এ সময় তার পরিবারের সদস্যদের আর্থিক দৈন্যতা পোহাতে হয়। সেদিকে ব্রুক্ষেপ নেই তার। সংসার গোল্লায় যাক, নৌকার বিজয় চাই।

মসজিদে ফজরের আযানের ধ্বনিতে ঘুম ভাঙে তার। নামজ শেষে শুরু হয় তার প্রচারনা। সঙ্গে থাকে প্রার্থীর পোস্টার, লিফলেট ও বঙ্গবন্ধুর ছবি। আসন্ন ১৬ জানুয়ারি মুক্তাগাছা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন সরকারের পক্ষে ৯টি ওয়ার্ডে প্রচারে দেখা মেলে তার। পৌর এলাকার সড়ক-মহাসড়ক, মহল্লার অলি-গলি সর্বত্রই তার হেড়ে গলায়  প্রচার। মাইক বিহীন খালি গলার শব্দের গতি আধা কিলোমিটারের কম নয়। 


আধা কিলোমিটার দূরবর্তী মানুষজনও শুনতে পান বেলালীর কন্ঠ। নৌকা-নৌকা। সবার কাছে দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই, বিল্লাল ভাই ভাল লোক, নৌকা মার্কায় দিবেন ভোট। মা-বোনদের বলে যাই নৌকা মার্কায় ভোট চাই, ভোটের দাবি আছে যার নৌকা প্রার্থী বিল্লাল ভাই নাম যার ইত্যাদি শ্লোগান। শুধু মুক্তাগাছাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন বেলালী।

নির্বাচনকালে সকাল থেকে রাত পর্যন্ত নিজের পয়সায় কখনও খেয়ে, কখনও বা না খেয়ে প্রচারনায় ব্যস্ত থাকেন বেলালী। প্রার্থী ও তাদের আত্মীয়-স্বজন কিংবা সমর্থকরা কিছু দিবে সে আশায় নয়, নৌকার প্রার্থীকে জেতাতে নিজের দায়িত্ব থেকেই নৌকার পক্ষে ভোট চান তিনি।
রাত-দিন প্রচার কার্যে ব্যস্ত থেকে পারিশ্রমিক হিসাবে প্রার্থীর নিকট থেকে প্রচারার্থে কোন টাকা পয়সা নেন না। আপনার সংসার চলে কিভাবে? উত্তরে বেলালী বলেন, আল্লায় চালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন