photo

সোমবার, ২২ মার্চ, ২০২১

মুক্তাগাছায় খাবার খেতে এসে ধৃত গন্ধগোকুল


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় কবুতরের বাচ্চা খেতে এসে মানুষের হাতে ধরা পড়লো বিলুপ্তপ্রায় প্রাণি একটি গন্ধগোকুল। বন বিভাগের কাছে প্রাণিটিকে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে । 
মুক্তাগাছা শহরের রাজঘাটপাড় চৌরঙ্গীর মোড় বিএডিসি ফার্ম সংলগ্ন এলাকার বাসিন্দা বনলতা নার্সারির মালিক মোহাম্মদ শওকত আলী জানান, গতকাল রবিবার রাতে (২১ মার্চ) তার একটি কবুতরের খামারের খাঁচায় কবুতর ধরতে যায় গন্ধগোকুল প্রাণিটি। এ সময় তার কর্মচারিরা এই গন্ধগোকুলটিকে আটক করেন। শওকত আলী বলেন, দীর্ঘদিন ধরে নার্সারি বাগান এলাকার বাসিন্দাদের পোষা মুরগি , হাঁস এবং কবুতরের বাচ্চা শিকার করে খেত এই প্রাণিটি । স্থানীয়ভাবে প্রাণিটি লঙ্গর নামে পরিচিত । 
জানা যায়, দেশে এই প্রাণিটি তাল খাটাশ, ভোন্দর, নোঙর,সাইরেল বা গাছ খাটাশ নামেও পরিচিত। গন্ধগোকুল এখন অরক্ষিত প্রাণী । গ্রাম- গঞ্জের ঝোপ ঝাড়ে প্রাণিটি লুকিয়ে থাকে । খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রায়শই মানুষের হাতে ধৃত হয় ।
শওকত আলী বলেন, ধৃত গন্ধগোকুলটিকে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে বনে অবমুক্ত করার চেষ্টা চলছে । 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন