photo

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মুক্তাগাছার ঐতিহ্যের সাথে মিশে আছে মেজবান অনুষ্ঠান

 


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার গ্রামাঞ্চলে ঐতিহ্যের সাথে আজো মিশে আছে  মেজবান অনুষ্ঠান । চল্লিশা, চেহলাম, মজলিসে মেজাবান অনুষ্ঠান হয় । তামদারি জিয়াফত ও তামদারি  নামেও বেলা হয় । মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের বাসিন্দা আবু সাঈদ ৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, আমার বাড়ির দক্ষিণ পাশে মরহুম ছাবেদ আলী মুন্সীর ঘর জামাতা সদ্যপ্রয়াত মৌলভী ছৈয়দুর রহমান এর তামদারি দাওয়াত আজ বেলা দুইটায় মরহুমের বাহির বাড়িতে অনুষ্ঠিত হয় । তিন স্তরে নারী-পুরুষ মিলিয়ে ৫০০ জন মেহমানের মেহমান দারী করা হয় । দাওয়াতের কিছু চিত্র ।

প্রসঙ্গত, কোন মানুষ মারা গেলে, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, বিয়ে , বিয়ে বার্ষিকীতে, পরিবারে নতুন শিশুর আগমন,  ব্যবসা দোকান, আকিকা মেয়েদের নাক,কান ফুড়ানো হলে অনুষ্ঠান হয় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন