মনোনেশ দাস,
বিনা চাষা আর অনাদরে এবং পরিচর্যা ছাড়াই মুক্তাগাছার পতিত জমি ঝোপ- জঙ্গলে এবং মানুষের বাড়ির পাশে জন্ম নেয় মূল্যবান ভেষজ উদ্ভিদ তেলাকুচা । এর ফুল সাদা আর ফল পাকলে হয় লাল টুকটুকে।
আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্রাচার্যের চিরঞ্জীব বনৌষধিতে তেলাকুচার ফল পাতা ভেষজ চিকিৎসায় ব্যবহারের উল্লেখ আছে ।
সর্দিতে, অধগত রক্তপিত্তে, আমাশয় শোথে, পান্ডু রোগে, শ্লেষ্মার জ¦র,হাঁপানি, ডায়াবেটিস,মায়ের দুধ হীনতায় উল্লেখযোগ্য ।
মুক্তাগাছায় তেলাকুচার ছাড়াও অগনিত ভেষজ গাছ-পালা পাওয়া যেত । এখানকার বহু করিাজ বা ভেষজ চিকিৎসক সুনামের সাথে চিকিৎসা করেছেন । স্থানীয় চিকিৎসকদের খ্যাতি ছিল দেশে বিদেশে । ভেষজ উদ্ভিদ গাছপালা কমে যাওয়ায় প্রধান উপকরণ ঘাটতি দেখা দেয় ক্রমশ: । এতে এচিকিৎসায় ভাটা পড়তে থাকে ।
মানুষের বসবাসের চাহিদা বাড়ায় নতুন নতুন বাড়িঘর ও ঝোপঝাড় কেটে আবাদী জমি তৈরির কারণে হারিয়ে যেতে থাকে মূল্যবান অসংখ্য উদ্ভিদ ।
মূল্যবান ভেষজগুল্ম লতাপাতা ও গাছগাছালি যেন হারিয়ে না যায় সেজন্য সচেতনতা বৃদ্ধিও দাবি সচেতন মহলের ।
আয়ুর্বেদ চিকিৎসক সম্পা রায় জানান, বিভিন্ন রোগে ভেষজ চিকিৎসায় তেলাকুচা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি । তেলাকুচা পাতা প্রোটিন এবং টিামিন সমৃদ্ধ । এটিতে প্রচুর আয়রন , ক্যালশিয়াম রয়েছে । অরুচি ও পেটের পীড়ায় এর শাক খুবই উপকারী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন