photo

রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা

সংবাদদাতা
ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। বরিবার উদ্বোধনী দিনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ¦ বিল্লাল হোসেন সরকার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, বর্তমান সরকার পুরোপুরি মিডিয়া বান্ধব। সাংবাদিক সমাজও দেশের জন্য পজেটিভ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি সাংবাদিক সমাজের পজেটিভ চিন্তাধারা থেকেই দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি হচ্ছে মূলত স্বাধীনতা বিরোধীদের একটি প্লাটফর্ম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমাবেশ করার নামে বিএনপি নানাভাবে যে হাকডাক দেখাচ্ছে তা নিয়ে সরকার বা আওয়ামীগ সামান্যতম শঙ্কিত নয়। নির্বাচন এগিয়ে এলে বিএনপি এমন হাকডাক করেই থাকে। তাদের কোন জন সমর্থন নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে দেশের জনগণের পূর্ণ সমর্থন আছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও জনগণ আওয়ামীলীগকেই ভোট দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন