photo

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

মুক্তাগাছায় ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু

মুক্তাগাছা প্রতিনিধি মুক্তাগাছা: মুক্তাগাছায় নবনির্মিত ভবনের ছাদের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে শুকুর মাহমুদ (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আটটায় শহরের ফরেস্ট অফিস এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের মনিরামবাড়ী এলাকার বাসিন্দা নওশের আলীর পুত্র ও মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হবির ভাতিজা শ্রমিক শুকুর মাহমুদ মঙ্গলবার সকাল আটটায় ফরেস্ট অফিস সংলগ্ন নন্দীবাড়ী রোডে টিপু সুলতান কমপ্লেক্সে আমিনুলের বাসার ময়লা পরিষ্কার করতে ছাদে ওঠেন। এ সময় অসতর্কতাবশত ছাদের ওপর ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন