photo

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

বিএনপি গণতান্ত্রিক দল, কোনো সশস্ত্র দল নয়

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ ভয়ংকর সঙ্কটে আছে। কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে সরকার কি করছে। আর বিরোধী দলের অবস্থান কি।` তিনি বলেন, ‘বিরোধী দল- বিরোধী দলের কাজই করছে। বিএনপি গণতান্ত্রিক দল, কোনো সশস্ত্র দল নয়। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে কাজ করছে বলে তিনি দাবি করেন।’ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন। ভারতের সঙ্গে সরকার সবসময় ‘নতজানু’ অবস্থায় থাকে মন্তব্য করে ফখরুল আরও বলেন, ‘ফেলানী হত্যায় অভিযুক্তকে তারা (ভারত) মাফ করে দিয়েছে। সেটা তাদের জন্য স্বাভাবিক। সরকারের নতজানু অবস্থানের কারণে সীমান্তে হত্যা এখনও বন্ধ হয়নি। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (অ্যাব) আয়োজনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক অনুষ্ঠানে মির্জা ফখরুল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, চলচ্চিকার চাষী নজরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন