স্টাফ রিপোর্টার :
শিবমন্দির থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ চুরি যাওয়ার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। চুরি যাওয়া মূর্তি উদ্ধার ও চোরদের গ্রেফতারের দাবিতে সনাতন ধর্মাবলম্বীরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, দোকানপাট বন্ধ রাখাসহ টানা কর্মসূচি উত্তাল হয়ে উঠেছে মুক্তাগাছা।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীরা নারী-পুরুষ কালো ব্যাজ ধারণ করে, তিনটা থেকে শহরের সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও বিকেলে পূজা উদযাপন কমিটির উদ্যোগে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহরে বরহিস্যা বাজার থেকে পৌরসভার সামনে পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী অংশ গ্রহণ করে। এ মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, সাবেক এমপি খোন্দকার আবদুল মালেক শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কনক সাহা, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার সাহা অংশ গ্রহণ করেন।
কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের কয়েক হাজার লোকজন অংশ নেন।
শহরের লক্ষ্মীখোলা এলাকার শিবমন্দিরের লোহার গেইটের তালা ভেঙে সংঘবদ্ধ চোরেরা মঙ্গলবার রাতে দুই শতাধিক বছরের পূরাতন কষ্টি পাথরের তৈরি মূল্যবান শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়। এর প্রতিবাদে ওই দিনই সনাতন ধর্মবলম্বীরা শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে।photo
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
মুক্তাগাছায় শিব মূর্তী চুরির ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষুব্ধ অভিব্যক্তি
স্টাফ রিপোর্টার :
শিবমন্দির থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ চুরি যাওয়ার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। চুরি যাওয়া মূর্তি উদ্ধার ও চোরদের গ্রেফতারের দাবিতে সনাতন ধর্মাবলম্বীরা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, দোকানপাট বন্ধ রাখাসহ টানা কর্মসূচি উত্তাল হয়ে উঠেছে মুক্তাগাছা।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীরা নারী-পুরুষ কালো ব্যাজ ধারণ করে, তিনটা থেকে শহরের সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও বিকেলে পূজা উদযাপন কমিটির উদ্যোগে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহরে বরহিস্যা বাজার থেকে পৌরসভার সামনে পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী অংশ গ্রহণ করে। এ মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, সাবেক এমপি খোন্দকার আবদুল মালেক শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কনক সাহা, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার সাহা অংশ গ্রহণ করেন।
কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের কয়েক হাজার লোকজন অংশ নেন।
শহরের লক্ষ্মীখোলা এলাকার শিবমন্দিরের লোহার গেইটের তালা ভেঙে সংঘবদ্ধ চোরেরা মঙ্গলবার রাতে দুই শতাধিক বছরের পূরাতন কষ্টি পাথরের তৈরি মূল্যবান শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়। এর প্রতিবাদে ওই দিনই সনাতন ধর্মবলম্বীরা শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন