
মুক্তাগাছা সংবাদদাতা :মুক্তাগাছা আর কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ এনে এক প্রার্থীর স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করা হয়েছে। এডহক কমিটির সদস্য সচিবসহ চার জনের নামে আদালত কর্তৃক কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
জানা যায়, শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী মুক্তাগাছা আর কে মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন আজ ১৬ নভেম্বর। সে অনুযায়ী গত ১ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।প্রার্থীদের মাঝে সরবরাহকৃত ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম, গরমিল পরিলক্ষিত হওয়ায় নির্বাচনে প্রার্থী মো.নাসির উদ্দিন ময়মনসিংহ সিনিয়র জজ আদালতে ঘোষিত নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে মামলা করেন।
আদালত এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র নাথসহ কমিটির ৪ সদস্যের প্রতি কারণ দর্শনোর নোটিশ জারি করেন।
অভিযোগে জানা যায়, এডহক কমিটি ইতোপূর্বে একাধিকবার তফসিল ঘোষণা করলেও নির্বাচন হয়নি। অবশেষে গত ১ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ২৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৩১ অক্টোবর যাচাই বাছাই, ২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৬ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
সরকারি বিধানে স্বীয় প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্টিত হওয়ার বিধান থাকলেও পরবর্তীতে গত ১৩ নভেম্বর এডহক কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র নাথ তার পছন্দের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে অবৈধভাবে ভোট কেন্দ্র পরিবর্তন করে এন এন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনের বিধি ১২ এর (২) এর প্রবিধান ১০ (ঘ) এর বিধান সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবকগণকে ভোটার না করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ করে।
ত্রুটিগুলোর মধ্যে ১৩০ জন অভিভাবক ভোটারের নাম বাদ, একই ভোটারকে একাধিকবার তালিকাভুক্ত, অসম্পূর্ণ ঠিকানায় ৪৬ জনের নাম, ৮৪ জনের ভুল নাম, মুসলিম নামের পরিবর্তে হিন্দু নাম, ছেলের নামের পরিবর্তে মেয়ের নাম, মৃত অভিভাবককে ভোটার তালিকাভুক্ত করা।
এ ব্যাপারে অভিভাবক সদস্য প্রার্থী মো. নাসির উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র সহকারি জজ আদালতে নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে একটি মামলা দায়ের করেন। আদালত বিবাদী এডহক কমিটির সদস্য সচিব গোপাল চন্দ্র নাথসহ চার জনের বিরুদ্ধে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন