
মুক্তাগাছা সংবাদদাতা : রবিবার মুক্তাগাছায় প্রায় আধা ঘন্টা ব্যাপি চলে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া।এখান থেকে পুলিশ দুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান হায়দার রেজা আনামসহ আঠার দলের সাত নেতাকর্মীকে আটক করে। পরে আনামকে পুলিশ থানার সামনে থেকে ছেড়ে দেয়। আটককৃতরা হলেন- ইমান আলী, জাহাঙ্গীর আলম, রিয়ান, সুমন, কামরুল হাসান ও মুন্নাফ। মুক্তাগাছায় ১৮ দলের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। ১৮ দল বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল পাঁচটায় নাপিত খোলা জনতা রাইস মিলের মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দল। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হেসেন বাবলু।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুন, হাবিবুর রহমান খান রতন, অধ্যাপক এনায়েত হোসেন, অ্যাডভোকেট আমিনুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্রাম আলী ভুলু, পৌর কাউন্সিলর ও কারামুক্ত নেতা মতিউর রহমান মতিসহ অন্যান্য নেতা।
সমাবেশ শেষে সন্ধ্যা ছয়টায় বিরাট একটি লাঠি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুন। মিছিলটি নাপিত খোলা মোড় পেড়িয়ে থানার সামনে এলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইলগামী একটি বাসে মিছিলের পেছন থেকে হামলা চালিয়ে বাসের কাচ ভাঙচুর করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মিছিলের ওপর ব্যাপক লাঠি চার্জ করলে মিছিলের পেছনের অংশ ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ দরিচারআনি বাজার এলাকায় অবস্থান নিয়ে আগত মিছিলের গতিরোধ করে সন্মুখে থাকা নেতাকর্মীদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ করে। এ সময় কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়।
এখান থেকে পুলিশ দুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান হায়দার রেজা আনামসহ আঠার দলের সাত নেতাকর্মীকে আটক করে। পরে আনামকে পুলিশ থানার সামনে থেকে ছেড়ে দেয়। আটককৃতরা হলেন- ইমান আলী, জাহাঙ্গীর আলম, রিয়ান, সুমন, কামরুল হাসান ও মুন্নাফ।
নাপিত খোলা মোড়ে সঙ্গবদ্ধ হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে ১৮ দলের নেতাকর্মীদের ধাওয়া করে। প্রায় আধা ঘন্টা ব্যাপি চলে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া।
- See more at: http://www.mymensinghbarta.com/?p=7135#sthash.o7MIouRs.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন