photo

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় আ.লীগ অফিস তালাবদ্ধ করে দিয়েছে পিয়ন : বেতন না পেয়ে


স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ অফিস তালাবদ্ধ বন্ধ করে দিয়েছে পিয়ন । গতকাল মঙ্গলবার থেকে অফিসটি বন্ধ রাখায় নেতা -কর্মীরা পাশ্ববর্তী অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন । অফিসের পিয়ন আব্দুর রশিদ (৫৯)আজ বুধবার দলীয় কার্যলয় থেকে আধা কিলোমিটার দূরে থানার সামনে অবস্থানরতকালে জানান , সম্প্রতি থানা আ’লীগের সভাপতি কেএম খালিদ বাবু তার কেরানী লুৎফর মারফত ৩ মাসের বেতন বাবদ মাত্র ১৯শ’ টাকা পাঠিয়েছেন । এ টাকায় আমার কি হবে? উত্তর জানতে ফোন করেও কোন সদুত্তর পাচ্ছেন না তিনি। এই ক্ষোভে অফিস বন্ধ রাখছেন প্রশ্ন করা হলে তিনি জানান, এখন পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার জোগাড় হয়েছে । এদিকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপজেলা আ’লীগের ব্যানারে পালন করা হলেও দলের সভাপতি - সাধারণ সম্পাদক অনুপস্থিত ছিলেন । নাম প্রকাশ না করার শর্তে আ’লীগের কয়েকজন নেতা জানান, ১০ম জাতীয় সংসদের নির্বাচনে এই আসনে আ’লীগের সংসদ সদস্য ছেড়ে দেয়ায় নেতা কর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে । তাই এখন প্রথম সারির নেতৃবৃন্দ কেউ আ’লীগ কার্যালয়ে যান না এমনকি দলীয় কর্মসূচী পালনেও অংশগ্রহন করেন না। ছবি: মুক্তাগাছা(ময়মনসিংহ) : তালাবদ্ধ উপজেলঅ আ’লীগ কার্যালয় , পিয়ন রশিদ (২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন