

এরপর থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার ওপর দলীয় চাপ অব্যাহত থাকে। অবশেষে সোমবার তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
অপরদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শামসুল হক স্থানীয় ১৯ দলীয় সমঝোতায় ভাইস চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
সর্বশেষ মুক্তাগাছায় চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে এ এস এম জাকারিয়া হারুন (বিএনপি), বিল্লাল হোসেন সরকার (আওয়ামী লীগ) ও ইসাহাক আলী সরকার (কৃষক লীগ)। ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক (আওয়ামী লীগ), গোলাম শাহরিয়ার শরীফ (বিএনপি) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান (সচেতন নাগরিক সমাজের) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমি দাস (আওয়ামী লীগ), নাজমুন নাহার দিলু (সচেতন নাগরিক সমাজ) ও রাশিদা বেগম (স্বতন্ত্র), আজিজা রহমান(বিএনপি)।মুক্তাগাছায় নির্বাচনী
প্রচারণা জমজমাট
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা ১৫ মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে । ৩টি পদে ১০ জন প্রার্থী গত ২৫ ফেব্রুয়ারি প্রতীক পাওয়ার পর দিনরাত গণসংযোগে ব্যস্ত । বড় দু'দলের মধ্যে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এএসএম জাকারিয়া হারুন আনারস, আওয়ামী লীগের বিল্লাল হোসেন সরকার ঘোড়া । ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের মো: তারেক তালা ,বিএনপির গোলাম শহরিয়ার চশমা । মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি আজিজা রহমান হাঁস আওয়ামীলীগ রুমী দাস ফুটবল । অপরদিকে কৃষক লীগের চেয়ারম্যান প্রার্থী ইছাহাক আলী সরকার মোটর সাইকেল , ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ মুশফিকুর রহমান পানির কল , মুর্শেদুজ্জান পলাশ মাইক, মহিলা ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ নাজমুন নহার দিলু কলসি ও রাশিদা বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ।ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: ittefaq@bangla.net, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, ittefaq@bangla.netঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৪, ১৫ ফাল্গুন ১৪২০, ২৬ রবিউস সানী ১৪৩৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন