স্টাফ রিপোর্টার :১৫ মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে । ৩টি পদে ১০ জন প্রার্থী গত ২৫ ফেব্রুয়ারি প্রতীক পাওয়ার পর দিনরাত গণসংযোগে ব্যস্ত । বড় দু’দলের মধ্যে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এএসএম জাকারিয়া হারুন আনারস, আওয়ামীলীগের বিল্লাল হোসেন সরকার ঘোড়া । ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের মো: তারেক তালা ,বিএনপির গোলাম শহরিয়ার চশমা । মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি আজিজা রহমান হাঁস আওয়ামীলীগ রুমী দাস ফুটবল । অপরদিকে কৃষক লীগের চেয়ারম্যান প্রার্থী ইছাহাক আলী সরকার মোটর সাইকেল , ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ মুশফিকুর রহমান পানির কল , মুর্শেদুজ্জান পলাশ মাইক, মহিলা ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ নাজমুন নহার দিলু কলসি ও রাশিদা বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ।
photo
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
মুক্তাগাছায় আওয়ামীলীগ বিএনপির ভোটযুদ্ধ
স্টাফ রিপোর্টার :১৫ মার্চ মুক্তাগাছা উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে । ৩টি পদে ১০ জন প্রার্থী গত ২৫ ফেব্রুয়ারি প্রতীক পাওয়ার পর দিনরাত গণসংযোগে ব্যস্ত । বড় দু’দলের মধ্যে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এএসএম জাকারিয়া হারুন আনারস, আওয়ামীলীগের বিল্লাল হোসেন সরকার ঘোড়া । ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের মো: তারেক তালা ,বিএনপির গোলাম শহরিয়ার চশমা । মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি আজিজা রহমান হাঁস আওয়ামীলীগ রুমী দাস ফুটবল । অপরদিকে কৃষক লীগের চেয়ারম্যান প্রার্থী ইছাহাক আলী সরকার মোটর সাইকেল , ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ মুশফিকুর রহমান পানির কল , মুর্শেদুজ্জান পলাশ মাইক, মহিলা ভাইস চেয়ারম্যান সচেতন নাগরিক সমাজ নাজমুন নহার দিলু কলসি ও রাশিদা বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন