photo

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় আলীগ প্রার্থীকে গুলির প্রতিবাদে সমাবেশ


স্টাফ রিপোর্টারমুক্তাগাছায় আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে গুলির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ডাকবাংলো মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে এম খালিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, জাপা সভাপতি শামসুদ্দিন মাস্টার, সিদ্দিকুজ্জামান সিদ্দিক, শাহজাহান কবীর, এ বি এম জহিরুল হক জহির, হেলাল উদ্দিন সরকার, মো. তারেক, রুমি দাস ও মনির হোসেনসহ উপজেলা এবং শহর আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগের নেতৃবৃন্দ । বক্তারা বলেন , বিএনপি ও তাদের সহযোগীরা সারা দেশের মত মুক্তাগাছাতেও হামলাসহ সহিংস ঘটনা ঘটাচ্ছে । প্রতিবাদ সভা শেষে একটি মিছিল শহরে প্রদক্ষিণ করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন