photo

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

মুক্তাগাছার হিন্দুদের তীর্থ স্থান রাধা গোবিন্দ মন্দির


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছার প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির এ উপজেলার হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় তীর্থ ও মিলন স্থান । শহরের জমিদার বাড়ি সংলগ্ন এ মন্দির প্রতিষ্ঠিত । এ মন্দিরের আকর্ষন হচ্ছে আধুনিক স্থাপত্য শিল্প । প্রতিদিন সকাল ও বিকালে বহু ভক্তপ্রাণ মানুষ এখানে সমবেত হন এবং প্রার্থনা করেন। স্থানীয় সুধীজনের আর্থিক সহায়তায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে । ১৯৪০ সালে স্বর্গীয় পরেশ সাধু কর্তৃক বিগ্রহ স্থাপনের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ হলেও কালে কালে এটি ‘ ছাপ্পান্ন প্রহর মাঠ’ নামেই পরিচিতি লাভ করেছে । হিন্দু সম্প্রদায়ের নারী - পুরুষের কাছে এই প্রতিষ্ঠান ধর্মীয়ভাবে খুবই তাৎপর্যপূর্ণ । প্রতিষ্ঠানটি সুষ্ঠু পরিচালনার জন্য রয়েছে পরিচালনা কমিটি । কমিটির সহযোগীতায় ও ভক্তবৃন্দের বিপুল সমাবেশে বিভিন্ন সময় আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠানের । মন্দিরের পূজা অর্চনার জন্য সার্বক্ষনিক রয়েছেণ পুরোহিত । প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য প্রয়াস হচ্ছে প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে অধিবাসের মধ্য দিয়ে ৫৬ প্রহরব্যাপী হরিনাম কীর্তন । এ সময় সমবেত হন দেশ বিদেশের বিখ্যাত কীর্তনীয়ার দল । মন্দির কমিটি সূত্র জানায় , এবছর ১২ মার্চ বুধবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কীর্তন উৎসব । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : ঐতিহ্যবাহী ৫৬ প্রহর মাঠ মন্দির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন