ময়মনসিংহ প্রতিনিধি
মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৭ মার্চ স্থগিত ৩ কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুনরায় ভোট গ্রহণে সহিংসতার আশংকায় বিএনপির প্রার্থীর পক্ষে মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু সুষ্ঠু ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন দাবীতে এক সাংবাদিক সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ দাবী জানান। গত ১৫ মার্চ নির্বাচনে জাল ভোট ও গোলযোগের কারণে কমলাপুর শহীদ মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বন্দ গোয়ালিয়া, ও তারাটি তেলিপাড়া কেন্দ্র ৩টি ভোট গ্রহণ স্থগিত করা হয়। আগামী ২৭ মার্চ স্থগিত ৩ কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানান, এব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন ২৫ মার্চ মঙ্গলবার সকালে জেলা রিটার্নিং অফিসার বরাবরে সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে জেলা রির্টানিং অফিসারের তত্ত্বাবধানে ভোট গ্রহণ ও তদারকির আবেদন জানিয়েছেন। কারণ আওয়ামী লীগ প্রার্থী বিল্লাাল হোসেন সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রভাবিত করে আসছে। এছাড়া ১৫ মার্চ নির্বাচনে স্থানীয় পুলিশ প্রশাসনের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সাংবাদিক সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার খুলনায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার মধ্যরাতে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন