
স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মুক্তাগাছা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কুরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে নন্দীবাড়ী রেজুন সাহেবের রাইচ মিল প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এ কে এম মোশাররফ হোসেন। উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মানছুরুর রহমান খান রেজুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, হাবিবুর রহমান খান রতন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, এ কে এম আমিনুল হক, সাইফুদ্দিন আহমেদ বাবুল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন