photo

সোমবার, ২১ জুলাই, ২০১৪

মুক্তাগাছায় পোলট্রিফিড ভর্তি ট্রাকের সন্ধান মেলেনি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় ভূয়া নাগরিক পরিচয়পত্র ব্যবহার করে ট্রাকভর্তি পোলট্রি ফিড ভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়ার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ টিকির নাগাল পায়নি চালক হেলপারের । ট্রাক ও পোলট্রি ফিড উদ্ধার না হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী এখন দিশেহারা । জানা যায় , মুক্তাগাছা নতুন বাজার সংলগ্ন আরব ফিস ফিড লিমিটেডের গোডাউন থেকে গত বৃহস্পতিবার রাতে ১০ টন ৮০ কেজি পোলট্রি ফিড নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা মেট্রো - ড - ১৬৪৯২৫ নাম্বারের একটি ট্রাক । বরিশালের উদয় এন্টারপ্রাইজ নামের পোলট্রি ফিডের দোকানে পোঁছার কথা থাকলেও আজো হুদিস নেই ট্রাক চালক ও হেলপারের । আরব ফিস ফিডের কর্মকর্তা রাজু আহমেদ জানান, ট্রাকের চালক তার যে নাগরিক পরিচয়পত্র আমাদের কাছে জমা দিয়েছেন তা ভূয়া । মুক্তাগাছা থানা পুলিশ জানায় , এব্যাপারে অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে অনুসন্ধান চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন