+masjed...jpg)
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছার কাশিমপুর ইউনিয়নের মহিষতারায় বাংলাদেশের বৃহত্তম মসজিদ ও আহ্মদিয়া এতিমখানা নির্মাণার্থে চুক্তিনামা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকালে সিয়ারা বাংলাদেশের উদ্বোধন উপলক্ষে চুক্তিনামা অনুষ্টানে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নবাব খাজা সৈয়দ আলী হাসান সমবেতদের উদ্দেশ্যে বলেন, আমাদের পরিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু প্রতিষ্ঠান নির্মাণ করেছে । এরই ধারাবাহিকতায় মুক্তাগাছায় নির্মাণ করা হবে দেশের বৃহত্তম মসজিদ , এতিমখানাসহ মিনি কমপ্লেক্স । এটি নির্মাণে এখানে আসবেন দেশ বিদেশের ইঞ্জিনিয়ার , নির্মাণ কারিগরসহ সংশ্লিষ্ট বিভিন্ন লোকজন । এদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের । আহ্মদিয়া এতিমখানার সভাপতি এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু এর সভাপতিত্বে চুক্তিনামা স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন , সিয়ারা বাংলাদেশের সিনিয়র পরিচালক শরিফ মো: মিরাজ হোসেন , কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তালুকদার , মুফতি আহমদ আলী প্রমুখ । জাকারিয়া হারুন বলেন , এই প্রতিষ্ঠান নিয়ে যেন দলাদলি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে । মিরাজ হোসেন বলেন , আমি সৌদী আরবে মসজিদের ডিজাইন করেছি । বাংলাদেশে কোন কাজ করিনি । দেশে আমার প্রথম কাজটি হবে বিশ্বমাণের এই মসজিদ নির্মাণ । মসজিদটি কেল্লার আকারে করা হবে । দেড় লাখ মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারবেন । মসজিদকে কেন্ত্র করে উন্নত রাস্তাঘাট , মাদ্রাসা , এতিমখানা, স্কুল কলেজ , ছাত্রাবাস, কেন্টিন , ক্লিনিক , কমিউনিটি সেন্টার , সুইমিংপুলসহ আন্তর্জাতিকমাণের তথ্য ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে । সকল কর্মকান্ডে সিয়ারা বাংলাদেশ স্পন্সর করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন