photo

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

মুক্তাগাছায় মাসব্যাপী সবুজায়ন শুরু


রাশিদুল আলম শিমুল : মুসলধারেবৃষ্টি। অবিরামবৃষ্টিতে নব সজীবতার ফুরফুরে চারপাশের পরিবেশ।ফুরফুরে পরিবেশকে আরো বেশিসতেজতা দিতে প্রয়োজন সবুজায়ন। সবুজায়ন অনুষ্ঠানিকভাবে শুরুকরারলক্ষ্যে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নকে প্রথমে বেছে নেওয়াহয়। স্থানঠিক করা হয় সত্রাশিয়া ইন্টারন্যাশনাল স্কুল,সত্রাশিয়াবাজার ও পাশেররাস্তা। যদিও গাছলাগানোর উত্তমসময়বিকেল বেলা, তবুওবৃষ্টির আগমন সুখময়করে দিল ফ্রেন্ডস্ ফোরাম মুক্তাগাছার বন্ধুদের যাত্রাপথ। তাইগত শনিবার(১৬ আগস্ট ২০১৪) শেষ সকালে স্থানীয়সত্রাশিয়াবাজারসংলগ্নইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে জলপাই ও কাঁঠালগাছ রোপনেরমধ্যে দিয়েআনুষ্ঠানিকভাবেযাত্রাশুরুহলো। অতীতেরন্যায়এবারওফলজ ও ঔষধীগাছলাগানোএবংক্ষতিকর বিদেশীইউকিলিপটাসজাতীয়গাছনালাগানোরলক্ষ্যে গ্রামেগ্রামেজনসংযোগ ও প্রচারনাচালানোহয়। স্থানীয়নার্সারীমালিকদের সাথে নিয়েসত্রাশিয়াবাজার ও আশেপাশেরএলাকাপ্রদক্ষিণকরাহয়এবংপরবর্তী বৃক্ষরোপনেরজন্য লক্ষ্মীখোলার পৌরগোরস্থানমাদ্রাসারমাঠে, বিরাশী উচ্চ বিদ্যালয় আঙ্গিনা, শ্রীপুরবাজার ও ঈদগাহমাঠকে বেছে নেওয়াহয়। এ বছরকমপক্ষে ৫০০ গাছেরচারা রোপনেরলক্ষ্যে কাজশুরুকরাহয়।আয়োজিতবৃক্ষরোপনকার্যক্রমে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মনোনেশ দাস, উপজেলাসাংবাদিকসমিতিরসাধারণসম্পাদক, যায়যায়দিনপ্রতিনিধি ও ফ্রেন্ডস্ ফোরাম মুক্তাগাছার উপদেষ্টা মোঃ ফেরদৌসআলম, ছায়াবীথি নার্সারীর মালিক গিয়াস উদ্দিন ফুলমিয়া, সাংবাদিক রঞ্জন কুমার দে, সত্রাশিয়াইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম, সহকারী শিক্ষিকা তাসলিমাখাতুন, স্কুলের শিক্ষার্থী রিফাত, সঞ্জয়, ইয়াসিন, অনন্যা, তামান্না, শুম্মী, মাহিম, অভিজিতপ্রমুখ। অনুষ্ঠানেরসার্বিকতত্ত্বাবধানেছিলেন জেজেডি ফ্রেন্ডস্ ফোরাম মুক্তাগাছার আহ্বায়করাশেদুলআলমশিমুল।সবুজায়নকার্যক্রম চলমান থাকায়সত্রাশিয়াস্থ কুমারগাতাএলাকায়বৃক্ষরোপন শেষ করেনির্ধারিতঅন্যান্য স্থানেরউদ্দেশ্যে যাত্রাশুরুকরাহয়। তবেএবারবৃক্ষরোপনেরপাশাপাশি বেড়াদিয়েগাছরক্ষারব্যবস্থাওকরাহয়। যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরামের এ কার্যক্রমে এলাকাগুলোতেসাধারণমানুষেরমাঝেব্যাপকচাঞ্চল্য সৃষ্টিহয়। এ কার্যক্রমের সাথেউপজেলারঅনেকেইএকাত্মতা ঘোষনাকরেনিজেরবাড়ীর আঙ্গিনায় গাছলাগানোরআগ্রহপ্রকাশকরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন