স্টাফ রির্পোটার : ময়মনসিংহ আলগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ স্বনামধন্য প্রতিষ্ঠান ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী বীর মুক্তি যোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কলেজটি প্রতিষ্ঠিত করেন। তার হাতে গড়া ময়মনসিংহ আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজটি এখন একধাপ এগিয়ে। ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে ময়মনসিংহ শিক্ষার ক্ষেত্রে প্রসংশনীয়। অত্র কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় কলেজের উত্তর পাশে দেয়াল সংলগ্ন রেল লাইনের পাশে ময়লার স্তুপের কারণে দুর্গন্ধময় পরিবেশে ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রম ব্যহত হচ্ছে। ময়মনসিংহ পৌঁরসভার সফল মেয়র ইকরামুল হক (টিটু) তার সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌঁর মেয়র ইকরামুল হক (টিটু) সরকারি সফরে বিদেশে থাকার কারণে ময়মনসিংহ পৌঁরসভার স্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরাফ উদ্দিন ও সুপারভাইজার জিয়া উদ্দিন ইউসুফ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান মতি ও দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি অজয় সরকার উপস্থিত থাকেন এবং কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য অত্র কলেজের ছাত্র আড়াইশত থেকে তিনশত ছাত্র বাড়ী বাড়ী ও দোকানে ও মিন্টু কলেজ বাজারে একটি লিফলেট বিতরণ করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ রক্ষা এবং এলাকা সুন্দর রাখা আমার এবং আপনাদের দায়িত্ব। আপনারা নজর রাখবেন বাসাবাড়ী ময়লাগুলো একটি নির্দিষ্ট এলাকায় ফেলতে এবং মিন্টু কলেজের রেল লাইনের পাশে এবং কলেজের আঙ্গিনায় কেউ যেন ময়লা ফেলে আপনারা তা শক্ত হাতে প্রতিরোধ করবেন। কারণ এ কলেজটি আমার আপনাদেরই সন্তান এই কলেজে লেখা-পড়া করে। তাই সামাজিক সচেনতা সৃষ্টির লক্ষ্যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পড়েছে এবং পৌঁরসভার গাড়ী ময়লা পরিচ্ছন্নতা দেখে অত্র কলেজের অধ্যক্ষ ও পৌঁরসভার কর্মকর্তাদের ধন্যবাদ জানান। http://www.mymensinghbarta.com/wp-admin/post.php?post=12005&action=edit&message=6 • ময়মনসিংহে গণজাগরণ মঞ্চের পথসভা | cares nothing but accuracy
bangla.newsnextbd.com/article97533.nnbd/
৪ দিন আগে - গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধী ও জামায়াত ইসলামীকে পূনর্বাসন করতে বিদেশী প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার ও বুদ্ধিজীবিরা পর্যন্ত লবিষ্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা তাদের পারপাস সার্ভ করার জন্য সবরকম চেষ্টা করে যাচ্ছেন। এজন্য বারবার গণজাগরণ মঞ্চের উপর ...
• ময়মনসিংহে খোকন ভাই - বাঁধ ভাঙার আওয়াজ
www.somewhereinblog.net/blog/MANONESHNEWS/29961115
সাংবাদিক হিসাবে ময়মনসিংহে অপরিচিত নই । এ পেশায় যাদের কাছে শিখেছি সর্বাগ্রে তিনি আতাউল করিম খোকন ভাই । ময়মনসিংহের শীর্ষ পত্রিকা দৈনিক জাহানে ৯০ এর দশকে ভ্রাম্যামাণ প্রতিনিধি হিসাবে কাজ করি । খোকন ভাই তখন ঐ পত্রিকার সিনিয়র সাব এডিটর । পাশাপাশি তিনি দেশের শীর্ষ একটি ইংরেজী পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি...
• ময়মনসিংহে কালাজ্বর চিকিৎসা | blog.bdnews24.com - pioneer ...
blog.bdnews24.com/manoneshdas/158814
১ সেপ্টেম্বর, ২০১৪ - কালা-জ্বর একটি মারাত্মক রোগ। সঠিক সময়ে চিকিৎসা না হলে তা মারাত্মক আকার ধারন করে, এমনকি চিকিৎসা নেওয়ার পরও শতকরা ৫জন রোগী মৃত্যুর ঝুকিতে থাকে। কালা-জ্বর লিইসম্যানিয়াসিস রোগের একটি ধরন যা লিইস ম্যানিয়া ডনোভ্যানি দ্বারা হয়ে থাকে। এটি বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা এবং ...
• ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ - bdnews24.com
bangla.bdnews24.com/bangladesh/article847418.bdnews
৩ দিন আগে - ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন।
• ময়মনসিংহে হিউম্যান রাইটস | মুক্তাগাছা নিউজ |WORLD ...
muktagachanewsbd.wordpress.com/.../ময়মনসিংহে-হিউম্যান-র...
1 দিন আগে - স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে বাংলাদেশ হিউম্যানরাইটস্ ফাউন্ডেশনের ময়মনসিংহ ,কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, ইউনিটের উদ্যোগে বিশেষ কর্মশালা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় “সর্বদায় মানব সেবায় নিয়োজিত” এই স্লোগানে উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির সদস্যরা মানবাধিকার বিষয়ক বিভিন্ন তথ্য ...
________________________________________
• ময়মনসিংহে-এর চিত্রচিত্রগুলি রিপোর্ট করুন
•
•
•
•
ময়মনসিংহে-এর জন্য আরো চিত্র
________________________________________
• ময়মনসিংহে ইয়াবাসহ আটক ১ - প্রচ্ছদ
newsvalley24.com/index.php/component/.../9647-2014-09-09-11-34-59
২ ঘন্টা আগে - মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে ইয়াবাসহ শাহ মোহাম্মদ আলমগীর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪। উপজেলার শিবগঞ্জ বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিয...
• ময়মনসিংহে উত্তরা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক ...
www.banglanews24.com/m/detailnews.php?nid=322488&cid=2
১৬ মিনিট আগে - উত্তরা ব্যাংক -এর মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা সম্প্রতি ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জোনের ৯টি শাখায় কর্মরত উত্তরা ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তাদের জন্য আয়োজিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ...
• ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
www.banglanews24.com/beta/fullnews/bn/322458.html
২ ঘন্টা আগে - ময়মনসিংহের গফরগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল নিহতের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
• ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ | outside ...
www.natunbarta.com/.../ছাত্রদল+নেতা+হত্যার+প্রতিবাদে...
৪ ঘন্টা আগে - ময়মনসিংহ: গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক কমল হত্যার প্রতিবাদে ময়মনসিংহ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রামবাবু রোডের বিদ্যাময়ী স্কুলের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই রাস্তা অবরোধ করে সমাবেশ ...
• ময়মনসিংহে পাসের হারে সেরা - Prothom Alo
www.prothom-alo.com › শিক্ষা › জেনে রাখুন
এইচএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ কর্মাস কলেজ। দ্বিতীয় স্থানে আছে ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ময়মনসিংহ কর্মাস কলেজ থেকে বাণিজ্য বিভাগে মোট ১৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উর্ত্তীণ হন। অন্যদিকে,...
1. ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সায়াদ
www.prothom-alo.com › ছবি
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সায়াদ হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তদন্ত কমিটি ব্যবস্থা না নিলে পরশুদিন থেকে আবার ক্লাস-পরীক্ষা স্থগিত করা হবে বলে জানান তাঁরা। ছবি: শহীদুজ্জামান সাগর.
2. ময়মনসিংহে নিজ বাসায় স্বামী-স্ত্রী খুন - Prothom Alo
www.prothom-alo.com › বাংলাদেশ
ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গরুর খোঁয়াড় এলাকার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। নিহত দম্পতি হলেন আবদুল হক (৭০) ও তাঁর স্ত্রী রাহাতুন্নেছা (৫৮)। আবদুল হক একজন অবসরপ্রাপ্ত...
3. ময়মনসিংহে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত | দেশজুড়ে | Rtnn.net
www.rtnn.net/bangla//newsdetail/detail/1/4/88905
নিজস্ব প্রতিনিধি আরটিএনএন ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ট্রাক চাপায় রুবীনা (১৩) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।রবিবার সন্ধ্যা ৭টার দিকে হালুয়াঘাট বাজা.
4. হবিগঞ্জ ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
www.jugantor.com/current-news/2014/09/06/144098
৩ দিন আগে - হবিগঞ্জ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার হবিগঞ্জ-শায়েস্তগঞ্জ সড়কের ধুলিয়াখালে এবং ময়মনসিংহ-নেত্রকোনো সড়কের শম্ভুগঞ.
5. ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় নিন্দা
www.thereport24.com/article/56693/index.html
ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় নিন্দা. ২০১৪ সেপ্টেম্বর ০৮ ২১:৫১:২২. ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যায় নিন্দা. দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলকে কুপিয়ে হত্যা করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করেছে ছাত্রদল। ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক ...
6. এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্য ...
apollodhaka.com/bn/?p=4121
এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্য ক্লিনিক অনুষ্ঠিত. খবর. এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে গত ২৭ জুন ২০১৩ স্থানীয় রোগীদের পরিষেবা বাড়ানোর লক্ষে ময়মনসিংহে এ্যাপোলো ইনফরমেশন সেন্টারে স্বাস্থ্য ক্লিনিকের আয়োজন করে। নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ খন্দকার মাহবুবুর ...
7. ময়মনসিংহে ব্র্যাক ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা
www.dainikamadershomoy.com/details_news.php?id=164996...id...
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ শহরের নতুন বাজারে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে ভল্ট ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংক থেকে টাকা-পয়সা খোয়া গেছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকা থেকে ব্যাংকের টিম এসে ভল্ট খোলার পর টাকার বিষয়ে জানা যাবে বলে জানান তারা। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ...
8. ময়মনসিংহে মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যার হুমকি
mzamin.com/details.php?mzamin=NDAyODA=&s=OQ==
ময়মনসিংহে মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যার হুমকি. স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে | ৮ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ৮:৩৮. ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রবকে (৬২) হত্যার হুমকি দেয়া হয়েছে। এ অভিযোগ এতে কোতোয়ালী থানায় জিডি করেছেন তিনি। গত ৩রা সেপ্টেম্বর ময়মনসিংহ কোতোয়ালির থানায় জিডি করলেও গতকাল ...
9. উত্তরাঞ্চল ও ময়মনসিংহে পরিবহন ধর্মঘট চলছে - BBC Bangla - খবর
www.bbc.co.uk/bengali/news/2014/.../140527_strike_dhk_rajshahi.shtml
২৭ মে, ২০১৪ - রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের ১৬টি জেলার পাশাপাশি ময়মনসিংহের কয়েকটি জেলাতেও চলছে পরিবহন ধর্মঘট। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
10. ময়মনসিংহে প্রেমিক যেভাবে ধর্ষণ করলেন তার অষ্টম শ্রেণিতে ...
hello-today.com/ময়মনসিংহে-প্রেমিক-যেভাবে
সংবাদদাতা : ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে তারই প্রেমিক। পরে ধর্ষক কৌশলে ওই ছাত্রীকে চিকিৎসার নামে গফরগাঁও উপজেলা সদরে নিয়ে এসে এক ডায়াগনস্টিক সেন্টারে ভয়-ভীতি দেখিয়ে গত বুধবার অবৈধ গর্ভপাত ঘটায়। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সোমবার গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে ...
________________________________________
অন্ডথলির ক্যান্সার
অন্ডথলির ক্যান্সার পাক-ভারতীয় উপমহাদেশে প্রায় দেখা যায় না বললেই চলে। এই ক্যান্সারটি অন্ডথলির ত্বকে একটি আলসার বা ক্ষত সৃষ্টি করে যার চারপাশের ত্বক একেবারেই সুস্থ্য থাকে। যার ফলে অনেকের পক্ষেই বোঝা সম্ভব হয়না যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অনেক সময় রোগীরা ক্ষত সারাতে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনু্যায়ী এন্টিবায়োটিক গ্রহন করে থাকেন। বার বার এন্টিবায়োটিক সেবনেও যখন ক্ষত ভালো হয়না তখন তারা বুঝতে পারেন যে তার রোগটি জটিল এবং কেবল তখনই হয়তো কেউ প্রথম বারের মতো অভিজ্ঞ চিকিৎসকের স্মরনাপন্ন হন। এর মধ্যে রোগটি জটিল হতে থাকে এবং এক সময় রোগীর কুঁচকির দুই পাশে সুপুরির মতো শক্ত গোটা উঠতে দেখা যায়। অনেক সময় এটা বেড়ে গিয়ে শুক্রাশয় কেও ধরে ফেলতে পারে।
এ রোগটি দরিদ্র জনগোষ্ঠির একটি রোগ, যে সকল শ্রমিক কয়লার চিমনি পরিস্কার করে থাকে তাদের মধ্যে এই রোগ বেশী দেখা যায় তা ছাড়া বিভিন্ন কারসিনোজেনিক কেমিক্যালের কোম্পানিতে যে সকল শ্রমিক কাজ করে তাদের মধ্যেও এই ক্যান্সার হবার হার খুব বেশী।
এমন ক্যান্সার হলে সার্জারিই তার একমাত্র চিকিৎসা। বিশেষজ্ঞ সার্জন ক্যান্সারটি তার চারপাশের কিছু সুস্থ্য ত্বক সহ কেটে ফেলে দেন রোগটি কুঁচকিতে ছড়িয়ে গেলে কুঁচকির সুপুরির মতো গোটো গুলোও অপারেশন করে ফেলে দিয়ে থাকেন।
অন্ডকোষের সমস্যা
টেস্টিস হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ। এখানে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় এবং এই স্পার্ম বা শুক্রাণুর সঙ্গে মেয়েদের ডিম্বাণুর মিলনের ফলে সন্তানের জন্ম হয়। এই টেস্টিসের সংখ্যা দুটি। এর জন্ম পেটের ভিতর। টেস্টিসদ্বয় শিশুর মায়ের পেটে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নিচের দিকে নামতে থাকে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই অন্ডকোষ (স্ক্রটাম) থলিতে অবস্থান নেয়।
টেস্টিস বা অন্ডকোষের কি কি অসুখ হতে পারে :
১। টেস্টিস সঠিক স্থানে না আসা, টেস্টিস অন্ডকোষ থলিতে না এসে পেটে বা অন্য কোন স্থানে নামার সময় আটকে যেতে পারে। এই ধরনের অসুখের ফলে টেস্টিসের বৃদ্ধির ব্যাঘাত ঘটে এবং প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আঘাতপ্রাপ্ত হওয়ায় ঝুঁকি বেড়ে যায়। সর্বোপরি টেস্টিসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অতএব পিতামাতার উচিত এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং অতি সত্বর সার্জনের শরণাপন্ন হওয়া। কারণ সময়মতো চিকিৎসা করলে টেস্টিসের স্বাভাবিক বৃদ্ধি ঘটে ও ক্যান্সার হওয়া রোধ হয়।
চিকিৎসা : পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টেস্টিসের অবস্থান নির্ণয় করা অর্থাৎ টেস্টিস কোথায় আছে তা নিরূপণ করা এবং সঠিক স্থানে নামিয়ে আনাই হচ্ছে এর আসল চিকিৎসা।
২। টেস্টিসের টিউমার : টেস্টিসের জন্মের পর যদি সঠিক জায়গায় না থাকে ঐ টেস্টিসের টিউমার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এছাড়াও বিভিন্ন কারণে টেস্টিসের টিউমার হতে পারে। টেস্টিসের টিউমার হলেই টেস্টিস হঠাৎ অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। বেশির ভাগ সময়ই কোন ব্যথা হয় না। টেস্টিসের টিউমার সাধারণত ক্যান্সার হয়ে থাকে। সময়মতো চিকিৎসা না করলে অতি দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং মৃত্যু অনিবার্য।
৩। হাইড্রোসিল : টেস্টিসের দুটি আবরণ থাকে। যদি এই দুই আবরণের মাঝে পানি জমে তাকে হাইড্রোসিল বলে। বিভিন্ন কারণে টেস্টিসে পানি জমতে পারে। যেমন (ক) জন্মগত কারণ, (খ) ইনফেকশন, (গ) গোদরোগ/ফাইলেরিয়াসিস, (ঘ) টিউমার বা ক্যান্সার ইত্যাদি।
হাইড্রোসিল হলে কি জটিলতা হতে পারে : (ক) অনেক বড় হয়ে চলাফেরায় অসুবিধা হতে পারে। (খ) দৈহিক মিলনের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে। (গ) ক্যান্সারের কারণে হাইড্রোসিল হলে জীবন নাশের সম্ভাবনা থাকে।
অতএব, সঠিক চিকিৎসার জন্য সার্জনকে দেখান।
৪। টেস্টিকুলার টরসন : ৫ বছর থেকে ৩০ বছর বয়স পর্যন্ত টেস্টিসের এই অসুখ হয়। এই রোগে টেস্টিস প্যাঁচ খেয়ে যায়, যার ফলে এর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং টেস্টিসের কার্যক্ষমতা হারিয়ে জড়বস্তুতে পরিণত হয়। এই রোগে টেস্টিসের হঠাৎ প্রচন্ড ব্যথা অনুভূত হয়। দ্রুত এই রোগ নির্ণয় ও চিকিৎসা অতীব জরুরী। তা না হলে টেস্টিস গ্যাংগ্রিন হয়ে যায়।
৫। অরকাইটিস বা টেস্টিসের প্রদাহ : ১৪ থেকে ২২ বছর বয়সে এই অসুখ বেশি হয় এতে টেস্টিসের ইনফেকশন হয় এবং প্রচুর ব্যথা ও টেস্টিস ফুলে যায়। রোগীর জ্বর ও প্রস্রাবের জ্বালা-পোড়া হয়। এই রোগের অন্যতম কারণ অবৈধ যৌন সঙ্গম। সঠিক সময় চিকিৎসা না করলে টেস্টিসের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
৬। ভেরী কোসিল : টেস্টিসের রক্তনালীর অস্বাভাবিক স্ফীত ও বৃদ্ধির ফলে এই অসুখ হয়। হাঁটাচলা করলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে টেস্টিসের উপরের রগ ফুলে উঠে এবং শুয়ে থাকলে আবার মিলিয়ে যায়। সেই সঙ্গে ব্যথাও অনুভব হয়। এ রোগ হলে প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। তা ছাড়া আরও অনেক অসুখ যেমন স্পার্মাটোমমিল ও ইপিডিডাইমাল সিস্ট/টিবি ইত্যাদি অসুখ ও টেস্টিস হতে পারে।
অতএব, টেস্টিসের যে কোন ধরনের অস্বাভাবিকতা দেখা দিলেই জরুরী ভিত্তিতে সার্জনের শরণাপন্ন হওয়া অবশ্যক।
অধ্যাপক ডা. এম. এ হাসেম ভূঁঞা, অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জেনারেল লেপারোস্কোপিক, কলোরেক্টাল ও ক্যান্সার সার্জন।
চেম্বার : সেন্ট্রাল হাসপাতাল, গ্রীন রোড, ঢাকা, মোবাইল : ০১৭১১-৫৩৩৩৭৩
নিরাময় হবে ডায়াবেটিস!
ইত্তেফাক ডেস্ক
মানবদেহে ডায়াবেটিস তৈরি হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত হওয়ায়, ওষুধের মাধ্যমে এ রোগ থেকে পূর্ণ আরোগ্য পাওয়ার সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের 'দ্য টেলিগ্রাফ' পত্রিকার খবরে বলা হয়, একটি হরমোনের বিষাক্ত জমাট (ক্লাম্প) ইনস্যুলিন তৈরিকারী কোষ (সেল) বন্ধ করে দেয়। এর ফলে মানবদেহে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস একই কারণে হয়ে থাকে বলে ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন।
বিজ্ঞানীদের গবেষণার ফলাফল বলছে, টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস হয় যখন মানবদেহে অ্যামিলিন হরমোন, আশেপাশের কোষ একসঙ্গে জমাট বেঁধে যায় এবং ইনস্যুলিন উত্পাদনে বাধা সৃষ্টি করে।
রক্তপ্রবাহ থেকে পেশীতে সুগার সরবরাহ করতে এবং ফ্যাটি টিস্যু সরাতে ইনস্যুলিন জরুরি। কিন্তু এর মাত্রা কমে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়, যা হার্ট, কিডনী, চোখ ও স্নায়ুর ক্ষতি করে। বিজ্ঞানীরা বলছেন, এই নতুন গবেষণার ফল এমন একটি ওষুধ আবিষ্কারের পথ বের করবে, যা শরীরে প্রাথমিক অবস্থায় অ্যামিলিন তৈরি বন্ধ করবে অথবা জমাট বাঁধা অ্যামিলিন সরিয়ে দেবে। বিজ্ঞানীদের আশা, আগামী দুই বছরের মধ্যে ডায়াবেটিস স্থায়ীভাবে দূর করার ওষুধ পরীক্ষামূলকভাবে ক্লিনিকে দেয়া যাবে। সবার আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ডায়াবেটিসের ওই ওষুধটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) করা হবে।
ডা. আলাসডাইর র্যানকিন বলেন, ডায়াবেটিসের জন্য অ্যামিলিন নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা হচ্ছে। টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসের মধ্যে ভিন্নতা রয়েছে। অনেকেই বলছে টাইপ-১ এর জন্য যেসব কারণ দায়ী তার মধ্যে অ্যামিলিন রয়েছে।
বর্তমানে ব্রিটেনে ৩০ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত। ২০২৫ সালে এ সংখ্যা ৫০ লাখে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবেদনশীল অঙ্গে ব্যথা
অন্ডকোষে ব্যথা হলে কিংবা অন্ডথলির (যে থলির মধ্যে অন্ডকোষ থাকে) একপাশে বা দু'পাশে ব্যথা হলে সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে৷ যেকোনো বয়সের পুরুষদের, এমনকি নবজাতকেরও অন্ডথলির ব্যথা করতে পারে৷ অন্ডকোষ হলো পুরুষেদের প্রজনন অঙ্গ৷ শরীরে দুটি অন্ডকোষ থাকে৷ এই অঙ্গ বা গ্রন্থিগুলো খুবই সংবেদনশীল৷ খুব সামান্য আঘাতেও ব্যথা হতে পারে৷ অন্ডকোষ বা অন্ডথলিতে যেকোনো ধরনের ব্যথা হলেই চিকিত্সাগত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন৷
অন্ডকোষ বা অন্ডথলিতে ব্যথা হঠাত্ করে হতে পারে অথবা তীব্র হতে পারে৷ এ ব্যথা আঘাতের কারণে হতে পারে, ব্যথার সাথে অন্ডকোষ ফুলে যেতে পারে৷ রোগীর বমি বমি ভাব কিংবা বমি হতে পারে৷ এক্ষেত্রে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করতে হবে৷
অন্ডথলিতে ব্যথার সাথে রোগীর অন্ডথলিতে চাকা, জ্বর, অন্ডথলির ত্বক লাল, প্রস্রাবে রক্ত, মূত্রনালি পথে অস্বাভাবিক নিঃসরণ, গলা ফুলে যাওয়া প্রভৃতি উপসর্গ থাকলে যতদ্রুত সম্ভব চিকিত্সকের শরণাপন্ন হতে হবে৷ যদি সময়মতো চিকিত্সা করা না হয় তাহলে বন্ধ্যাত্ব ও পুরুষত্বহীনতা ঘটতে পারে৷ রোগীর তীব্র বা দীর্ঘমেয়াদী ব্যথা থাকবে৷ অনেক সময় রোগীর অপারেশন করে অন্ডকোষ ফেলে দেয়ার প্রয়োজন হতে পারে৷
কিছু কিছু ক্ষেত্রে অন্ডকোষের ব্যথার উত্স অন্ডকোষ নয়, ব্যথা শুরু হয় অন্ডথলি এলাকায়৷ অন্ডকোষের কাজ হলো শুক্রাণু তৈরি করা৷ তাই অন্ডকোষকে সুস্থ রাখা অপরিহার্য৷ প্রতিটি অন্ডকোষের উপরে থাকে এপিডি ডাইমিস৷ এই এপিডিডাইমিসে সবচেয়ে বেশি সংক্রমণ হয়৷ অন্ডথলি হচ্ছে এমন একটি থলি যা অন্ডকোষ এ এপিডিভাইমিসকে সুরক্ষা দেয়৷
অন্ডকোষে ব্যথার কারণ
অন্ডকোষ কিংবা অন্ডথলির ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-
সংক্রমণ বা প্রদাহ
অন্ডকোষের প্রদাহ বা সংক্রমণের সাথে সবচেয়ে যে সাধারণ অবস্থাটি সম্পৃক্ত তা হলো এপিডিডাইমাইটিস৷ এপিডিডাইমাইটিস হলো একটি বা দু'টি এপিডিডাইমিসের প্রদাহ৷ এপিডিডাইমিসে সংক্রমণ হলে সেই সংক্রমণ দ্রম্নত ছড়িয়ে পড়ে অন্ডকোষে৷ এটা যেকোনো বয়সে হতে পারে এবং হঠাত্ করে হতে পারে৷ সবচেয়ে বেশি সংক্রমণ হয় তরুণ ও যুবকদের৷ এ সংক্রমণের প্রধান কারণ হলো যৌনবাহিত ব্যাকটেরিয়া৷ বিশেষ করে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া৷
আঘাত
অন্ডকোষের আঘাত জনিত ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হলো স্পোর্টস ইনজুরি বা খেলাধূলা জনিত আঘাত৷ যদি আঘাত পাবার পর ব্যথা এক ঘন্টার বেশি স্থায়ী থাকে তাহলে জরুরি চিকিত্সার ব্যবস্থা করতে হবে৷ আঘাত পাওয়ার পরপরই একটা চাকা দেখা দিতে পারে, আবার নাও পারে৷ আঘাত পাওয়ার অবশ্যই অন্ডকোষ পরীক্ষা করে দেখতে হবে৷
অন্ডকোষে টরসন বা পঁ্যাচ খাওয়া
অন্ডকোষে পঁ্যাচ খাওয়া একটি জরুরি অবস্থা৷ এক্ষেত্রে অন্ডকোষে রক্তসরবরাহ বাধাগ্রস্ত হয়৷ অন্ডকোষে পঁ্যাচ খেলে অন্ডথলিতে ব্যথা করে ও ফুলে যায়৷ যদি ৫-৬ ঘন্টার মধ্যে চিকিত্সা করা না হয় তাহলে আক্রানত্ম অন্ডকোষের টিসু্য মরে যেতে পারে৷ যদিও এ সমস্যা নবজাতক এবং বয়ঃসন্ধিকালে ছেলেদের (১৮ বছরের নিচে) বেশি হয়, তবে এটা যেকোনো বয়সে হতে পারে৷
অন্ডকোষের উপাঙ্গে পঁ্যাচ খেলে অন্ডকোষে পঁ্যাচ খাওয়ার মতো একই অনুভূতি হতে পারে৷ অন্ডকোষে পঁ্যাচ খেলে জরুরি চিকিত্সার প্রয়োজন হয়৷ কিন্তু অন্ডকোষের উপাঙ্গে পঁ্যাচ খেলে সেটা জরুরি অবস্থা নয়৷ কোনো জটিলতা ছাড়াই ব্যথা সাধারণত এক সপ্তাহ স্থায়ী থাকে৷
অন্য যেসব কারণে অন্ডথলি একালায় ব্যথা হয়:
অন্ডকোষে টিউমার
অন্ডকোষের টিউমারগুলো সাধারণত ব্যথা ঘটায় না, তবে এটা সম্ভব৷ যেহেতু অন্ডকোষের ব্যথা অল্পবয়সী পুরুষদের (১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে) বেশি হয়, তাই অন্ডকোষে কোনো চাকা বা ফুলা দেখা দিলে দ্রম্নত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে৷ এটা খুবই জরুত্বপূর্ণ৷
ইনগুইনাল হার্নিয়া
এক্ষেত্রে অন্ত্রের কিছু অংশ কুচকির মাঝামাঝি এক দু'ইঞ্চি উপরে চলে আসে৷ কুচকির উপরটা গোল হয়ে ফুলে উঠে, মাঝে মাঝে শক্ত হয় ও ব্যথা হয়৷ কিছুদিন পর গোলাকার ফোলাটি অন্ডথলিতে নেমে আসে৷ হার্নিয়া চিকিত্সা করা না হলে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে৷ অপারেশনের মাধ্যমে হার্নিয়ার চিকিত্সা করা হয়৷
পুডেনডাল নার্ভের ক্ষতি
পুডেনডাল নার্ভ ক্ষতিগ্রস্ত হলে অসাড় অনুভূতি কিংবা ব্যথা হতে পারে৷ যারা অতিরিক্ত বাই সাইকেল চালান, চাপের কারণে তাদের পুডেনডাল নার্ভ বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ পুডেনডাল নার্ভ যৌনাঙ্গ, মুত্রনালি, মলদ্বার এবং অন্ডথলি ও মলদ্বারের মধ্যবর্তী এলাকাতে অনুভূতি যোগায়৷ তাই এসবের যেকোনো স্থানে ব্যথা হতে পারে৷
শল্য চিকিত্সা
তলপেটের যেকোনো অপারেশনের কারণে (যেমন হার্নিয়া রিপেয়ার ও ভ্যাসেকটমি) অন্ডকোষে সাময়িক ব্যথা হতে পারে ও অন্ডকোষ ফুলে যেতে পারে৷ অপারেশনের পরে এ ধরনের কোনো ব্যথা হলে সাথে সাথে চিকিত্সককে অবহিত করবেন৷ ব্যথা দীর্ঘস্থায়ী হলে কিংবা বার বার ব্যথা হলে চিকিত্সার প্রয়োজন হয়৷
কিডনিতে পাথর
কিডনিতে পাথরের কারণে সাধারণত পেটে ব্যথা হয়, তবে ব্যথা অন্ডকোষে ছড়িয়ে পড়তে পারে৷ যদি অন্ডথলিতে তীব্র ব্যথা হয় এবং হঠাত্ করে ব্যথা হয় তাহলে ভাল পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ব্যথার উত্স কিডনিতে পাথর কিনা৷
ফোলা ও অস্বস্তি
অন্ডথলি এলাকায় বিভিন্ন কারণে ফোলা থেকে অস্বস্তি হতে পারে৷ এসব কারণের মধ্যে রয়েছে ভ্যারিকোসিল, হাইড্রোসিল এবং স্পারম্যাটোসিল৷ যদি হাইড্রোসিল (অন্ডকোষের দুই আবরণের মধ্যে অস্বাভাবিক পানি জমা) সংক্রমিত হয় তাহলে সেখান থেকে এপিডিডাইমিসের প্রদাহ হতে পারে এবং এর ফলে অন্ডকোষে ব্যথা হতে পারে৷
পুরুষাঙ্গ শক্ত হওয়া
যদি পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে, কিন্তু বীর্যপাত না ঘটে তাহলে কখনো কখনো অন্ডকোষে ব্যথা হতে পারে৷ সাধারণত কয়েক ঘন্টার মধ্যে কিংবা বীর্যপাত ঘটালে ব্যথা চলে যায়৷
ডা. মিজানুর রহমান কল্লোল, চেম্বার : কমপ্যাথ লিমিটেড, ১৩৬, এলিফ্যান্ট রোড, (বাটা সিগন্যাল ও হাতিরপুল বাজারের সংযোগ রাস্তার মাঝামাঝি), ঢাকা৷ মোবাইল : ০১৭১৬২৮৮৮৫৫৷
gy³vMvQvq IqvK©vm© cvwU©i cÖwZev` w`e‡mi gbeeÜb
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন