photo

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ময়মনসিংহে ৬৮০ টি মন্ডপে দুর্গাপূজা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ৬৮০ টি মন্ডপে দুর্গাপূজা। ময়মনসিংহে এবছর ২০১৪ সালে ময়মনসিংহে ৬৮০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরে , মুক্তাগাছায় , ফুলবাড়ীয়ায় , ফুলপুরে, হালুয়াঘাটে , ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে , ঈশ্বরগঞ্জে, গৌরীপুরে , নান্দাইলে , ধোবাউড়ায় এবং তারাকান্দায় দুর্গাপূজাস্থল মন্ডপগুলিতে পুরোদমে চলছে মূর্তি তৈরির কাজ । জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শংকর কুমার সাহা জানান , ইতিমধ্যে সকল মন্ডপ কমিটি পূজার প্রস্তুতি বিষয়ক আলোচনা করেছেন । পুলিশ ও প্রশাসন সূত্র জানায় , দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে । মুক্তাগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান , এবছর ১০১টি মন্ডপে জাকজমক ভাবে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে । গত বছর শিবমূর্তি চুরি হওয়ায় দুর্গাপূজা কার্যক্রমে কিছুটা হলেও ব্যাহত হয় । শিবমূর্তি পাওয়া যাওয়ায় আবারও হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ ফিরে এসেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন