photo

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

মুক্তাগাছায় দরিদ্র পরিবারদের নিয়ে কর্মশালা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের যোগসূত্র স্থাপন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । সৌহার্দ্য ২ কর্মসূচী , পপি ও কেয়ার বাংলাদেশ এর আয়োজনে ইউএসআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে কর্মশালায় বাঁশাটি , বড়গ্রাম ও দাওগাঁও ইউনিয়নের দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন । সরকার ও এনজিও’র পক্ষে অংশ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা অজিত দাস, পল্লী মঙ্গলের জাহিদুল ইসলাম , নাজমূল হাবিব , মজিবুর রহমান , নমিজ উদ্দিন প্রমুখ । http://www.muktagachanews.com/?p=750

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন