স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্য বিবাহ রোধ, শিশু নিরাপত্তা এবং ওয়ার্ল্ড ভিশন কার্যক্রম বিষয়ক এক মত বিনিময় সভা অনুুিষ্ঠত হয়েছে। নন্দীবাড়ী অডিটরিয়ামে ইমাম, কাজী ও শিশু ফোরামের সদস্যদের নিয়ে মুক্তাগাছা সাউথ এডিপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন। সাউথ এডিপি ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিওর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, আজিজা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, মুক্তাগাছা ইমাম সমিতির সভাপতি মাওঃ কাজী আঃ হাই, সাধারণ সম্পাদক মাওঃ এম.এ ইমরান কায়সার, এডিপির প্রোগ্রাম অফিসার, ডোনাল্ড দেবাশীষ ডন, সজল গমেজ প্রমুখ। সভায় উপজেলার শতাধিক ইমাম ও কাজী অংশ নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন