photo

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

ময়মনসিংহে বন্ধ হলো ৩ টি বাল্য বিয়ে


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বন্ধ হলো ৩ টি বাল্য বিয়ে । ময়মনসিংহে মুক্তাগাছায় গত ৩ দিনে ৩টি বাল্য বিয়ের অনুষ্ঠান কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন । এতে ৩ জন কিশোরী রক্ষা পেলো বাল্য বিয়ের কবল থেকে । মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া জানান , আজ শুক্রবার মানকোন ইউনয়নের শ্রীপুর গ্রামে , গত বৃহস্পতিবার কুমারগাতা ইউনয়নের কান্দুলিয়া গ্রামে এবং আগের দিন বুধবার খেরুয়াজানি ইউনিয়নের পলশা গ্রামে পৃথক ৩জন নাবালিকার বিয়ের আয়োজন করা হয় । উল্লেখিত বিয়ে অনুষ্ঠানের খবর পেয়ে প্রশাসন বিয়ে কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবকদের নিকট থেকে ভবিষৎতে এহেন কার্যক্রম করবেন না বলে সতর্ক করেন এব্ং লিখিত অঙ্গিকারনামা আদায় করেন । বাল্য বিয়ে কার্যক্রম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যানদ্বয় ,এসি ল্যান্ড মর্জিনা আক্তার , থানা পুলিশ এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মহিলা বিষয়ক কর্মকর্তা , জনপ্রতিনিধি ,মহিলা সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগীতা প্রদান করেন বলে ইউএনও জানান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন