photo

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

মুক্তাগাছায় ২ পুলিশ জখম ১৫ জনকে জিজ্ঞাসাবাদ


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে গতকাল বুধবার থানার ২ জন পুলিশ কর্মকর্তাকে( এএসআই) কুপিয়ে জখম করার ঘটনায় ঐ গামের ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ। পুলিশের কর্তব্যকাজে বাধা এবং হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার আহত এসএসআই শাহীনুর রহমান বাদী হয়ে ১৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামী করে মুক্তাগাছা থানায় একটি মামলা করেছে । মামলা নং -৩ তাং ১১/১২/২০১৪ । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ইত্তেফাককে জানান, গতকাল বুধবার থানার এএসআই শাহীনুর রহমান ও এএসআই রেজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত বন মামলায় মালামাল ক্রোকের প্রেক্ষিতে (মামলা নং ১২৮(৩)১০ ) যায়। তারা আসামী বাবুলকে ঘটনাস্থলে দেখে ফেলায় গ্রেফতার করে। এসময় আসামী বাবুলের কয়েকভাই পিতা জালাল উদ্দিন সাং চানপুর এবং অপরাপররা মিলে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে । ওসি জানান, বাবুলের বিরুদ্ধে বনসহ বিভিন্ন অপরাধে ৭০টি মামলা রয়েছে । ওসি কামাল হোসেন বলেন , আহত এএসআইদ্বয় মূলত বাবুলের মালামাল ক্রোকের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান । তাকে গ্রেফতারের পূর্বপরিকল্পনা থাকলে অনেক পুলিশ নিয়ে অভিযান চালানো হতো । মূল হামলাকারীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় পুলিশকে হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ওসি কামাল হোসেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন