photo

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

মুক্তাগাছায় ২দিনব্যাপী তথ্য মেলা সমাপ্ত


স্টাফ রিপোর্টার : র‌্যালী , আলোচনা সভা , গণশুনানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার মুক্তাগাছায় ২ দিনব্যাপী তথ্যমেলা সমাপ্ত হয়েছে । মেলার প্রথম দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন , সরকারের বিভিন্ন অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই । দুর্নীতি দমন কমিশনের সীমাবদ্ধতা আছে । এজন্য সবাইকে কাজ করতে হবে । নিজেদের জানতে হবে কোন অফিসের কি কাজ । তিনি রবিবার মুক্তাগাছা আরকে হাইস্কুল প্রাঙ্গণে মুক্তাগাছা সনাক ,উপজেলা পরিষদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ২ দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে উপরোক্ত কথা বলেন । তিনি আরো বলেন, ইন্টারনেটের যুগে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে । আমাদের নতুন পথে চলতে হবে । মুক্তাগাছা উপজেলা সনাকের সভাপতি অধ্যক্ষ এখলাসুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি , টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখায়রুজ্জামান , দুদক পরিচালক মেজর এমরানুল হক শাহ, দুদক পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা ) মো: মনিরুজ্জামান, ময়মনসিংহের এডিসি(সার্বিক) মো: আব্দুল আহাদ , ইউএনও মুক্তাগাছা বাবুল মিয়া , অধ্যক্ষ স্বপন কুমার দাস,অধ্যাপক আক্তারুজ্জামান ,মলিনা রাণী দত্ত , প্রভাষক মাহবুবুল আলম রতন প্রমুখ । আলোচনা সভার আগে মুক্তাগাছার শহরের গুরুত্বপূর্ণ সড়কে জাগ্রত বিবেক,দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই শ্লোগানের ব্যানারে একাটি র‌্যালী প্রদক্ষিণ করা হয়। মেলায় ৩৯টি স্টল অংশ নেয় । ২য় দিনে গণশুনানিতে অংশ নেন দুদকের মহাপরিচালক (গবেষণা) ড. আরেফিন সিদ্দিক ।gy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন