photo

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

মুক্তাগাছায় সমাপ্ত কেয়ার পপির সৌহার্দ্য কর্মসূচী


স্টাফ রিপোর্টার :মুক্তাগাছায় কেয়ার পপির সৌহার্দ্য কর্মসূচীর সমন্বয় কমিটির সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পপি কেয়ারের প্রোগ্রাম অফিসার খালেদা খাতুন , আতিকুল্লা, রঘুনাথ , মো: মজিবুর রহমান । ২০১১ সালের মার্চ থেকে কেয়ার পপির সৌহার্দ্য কর্মসূচী মুক্তাগাছার ৩টি ইউনিয়ন বাঁশাটি ,বড়গ্রাম ও দাওগাও ইউনিয়নে তাদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা শুরু করে । গতকাল কুহস্পতিবারের সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ৩ বছর মেয়াদী মুক্তাগাছায় সৌহার্দ্য কর্মসূচীর কার্যক্রম । সৌহার্দ্য কর্মসূচীর আওতায় ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও ২টি কমিউনিটি রিসোর্স সেন্টার স্থাপন উল্লেখযোগ্য । ছবি ক্যাপশণ ,মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় কেয়ার পপির ৩ বছর মেয়াদী সৌহার্দ্য কর্মসূচীর শেষ সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন