photo

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

মুক্তাগাছায় মাছ নিধনে মামলা


স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছার তারাটি ইউনিয়নের পিড়াকান্দাপাড়া গ্রামে এক কৃষকের ৫টি পুকুরে বিষ ঢেলে ১২ লাখ টাকা মূল্যের কৈ মাছ নিধনের অভিযোগ উঠেছে । এব্যাপারে পুকুরের মালিক বাদী হয়ে আজ শুক্রবার বিকালে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছেন । অভিযোগে প্রকাশ , ঐগ্রামের মাছ চাষী ফারুকের ৫টি পুকুরে বুধবার রাতে কেবা কারা শত্রুতামি করে তার ৫টি টুকুরে বিষ ঢেলে দেয় । গতকাল বৃহস্পতিবার ভূক্তভোগী সোহরাব আলীর পুত্র ফারুক দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেষে উঠেছে । পুকুরে থাই জাতের কমপক্ষে ২শ’ মণ কৈ মাছ ছিলো । ফারুক জানান , ব্যাংকসহ বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি । এ ক্ষতিতে পথে বসার উপক্রম হয়েছে । ঘটনায় স্থানীয় মাছ চাষীদের মধ্যে আতংক বিরাজ করছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , এব্যাপারে তদন্ত হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন