স্টাফ রিপোর্টার :মুক্তাগাছায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। মুক্তাগাছায় এইসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শহীদ স্মৃতি সরকারী কলেজের শিক্ষার্থীরা । আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । শহরের গুরুত্বপূর্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ডাকবাংলোর সামনে মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দ বলেন , দীর্ঘদিন ধরে শহীদ স্মৃতি সরকারী কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে । কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে সেই পরীক্ষাকেন্দ্র মুক্তাগাছা মহাবিদ্যালয়ে স্থানান্তর করতে সিদ্ধান্ত নিয়েছে । যা অযৌক্তিক । আমরা কেন্দ্র স্থানান্তর চাই না । মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা এরশাদ , শাজিদ, মনির, রাসেল , সুমন , ইলমা প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন