photo

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

মুক্তাগাছায় মুকুল নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া


স্টাফ রিপোর্টার: মুক্তাগাছায় মুকুল ফৌজ পরিচালিত মুকুল নিকেতন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নন্দিবাড়ি স্টেডিয়ামে আজ রবিবার অনুষ্ঠিত হয় । বড় মাঝারি ও ছোট এই তিনটি গ্রুপে বালক বালিকারা প্রতিযোগিতায় অংশ নেয় । স্প্রিন্ট বেলুন , চামচে মার্বেল দৌড়, গুপ্তধন উদ্ধার, মোড়গ যুদ্ধ , ব্যাঙ লাফ , সাঁতার, চাকতি নিক্ষেপ ছিলো ক্রীড়ার গতিধারা । উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া । উপস্থিত ছিলেন স্কুলের সচিব প্রধান এড. আবু রেজা ফজলুল হক বাবলু, শ্যামল সাহা, সিরাজুল ইসলাম দুদু , সৈয়দ আজিজুল হকসহ শিক্ষক, অবিভাবক ও এলাকার গণ্যমান্য লোকজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন