photo

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের গাড়ি ও পাবলিক বাসে পেট্রোল বোমা নিক্ষেপ


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা শহরে অবস্থিত পুলিশ ফাড়ি সংলগ্ন ফায়ার সার্ভিস কার্যালয়ে ঢুকে এবং পৌর বাস টার্মিনালে পাকিংরত একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা । গতকাল সোমবার রাত ২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটানো হয় । ফায়ারসার্ভিস ও পুলিশ সূত্র জানায় , ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দুবর্ৃৃত্ত ঐ সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে ঢুকে পড়ে । দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের কার্যালয়ে পাকিংরত গাড়ি নং ঢাকা মেট্রো -শ-১৪-০১৭৫ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে । এতে গাড়ির একাংশ এবং কার্যালয়ে দেয়াল পুড়ে যায় । এসময় ফায়ার সার্ভিসের কমীর্ মিজানুর রহমান ও ওমর আলী ঘটনাস্থলে এলে তাদেরকে ধর ধর বলে তাড়া করে দুর্বৃত্তরা । পালাতে গিয়ে ঐদুজন আঘাতপ্রাপ্ত হন । দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসে পেট্রোল বোমা নিক্ষেপের পর রাস্তার উল্টোপাশে পৌর বাস টার্মিনালে পাকিংরত পার্থ এক্সপ্রেস নামের বাসের (নং ঢাকা মেট্রো ব-১১-৫৩০৩) ভেতর ঢুকে পড়ে পেট্রোল বোমা বিষ্ফোরণ ঘটায় । এতে বাসের সিট পুড়ে যায় ও চারপাশের গ্লাস ভেঙ্গে বাসটি মারাতœক ক্ষতিগ্রস্থ হয় । ঘটনাস্থলে অবস্থানরত মুক্তাগাছা থানার এসআই রফিক জানান, বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপের আগেই বাসে অবস্থানরত হেলপার বাস থেকে নিরাপদে যেতে সক্ষম হন । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে । ছবি ক্যপাশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্থ বাস (২) পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্থ ফায়ার সার্।িসের গাড়ি (৩) পেটোল বোমায় ভেতরে পুড়ে যাওয়া বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন