স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ওয়ার্ল্ড ভিশনের ৫ বছর কর্মসূচী পরিকলাপনা উপজেলায় উপস্থাপন। আজ ১৬ ফেব্রুয়ারী মুক্তাগাছা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে মুক্তাগাছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের ৫ বছরের কর্মসূচী পরিকল্পনা, স্ট্র্যাটেজি,ইউনিয়ন পর্যায়ের আলোচনায় আসা সমস্যাসমূহ নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পরবর্তী কর্মপরিকল্পনা সমূহ কি হতে পারে সে বিষয়ে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ তাদের মূল্যবান বক্তব্য এবং মতবাদ ব্যক্ত করেন যা মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের ৫ বছরের কর্মসূচী পরিকল্পনা প্রণয়নে বিশেষ ভুমিকা রাখবে।
আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বাবুল মিয়া, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি অফিসার, লাইভস্টক অফিসার এবং মুক্তাগাছা এডিপির ম্যানেজার রাজু রোজারিও, বিভিন্ন কর্মকর্তা আরিফুল ইসলাম, স্টুয়ার্ট খান, রফিকুল ইসলাম, দোলন কুবি, জনপল স্কু, ফারুক জেংচাম, সজল গমেজ, তাপসী সাংমা প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন