স্টাফ রিপোর্টার :মুক্তাগাছার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গত রবিবার গভীর রাতে মুরগি বোঝাই কভার্ডভ্যান থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে । । ঘটনায় আজ মঙ্গলবার পুলিশ বিএনপি ও জামায়াতের শহিদুর রহমান সোহেল , জুলহাস উদ্দিন , মাজহারুল ইসলাম , মোজাম্মেল হক , এমদাদুল হক দুলু এই ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে । পুলিশ জানায় , মুক্তাগাছা থানার এসআই আব্বাস উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন । মামলার প্রধান আসামী উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এএসএম জাকরিয়া হারুনসহ ১৯ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় । মামলা নং ৬ । তাং ৯/২/১৫ । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান , গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে । বাকীআসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন